টেস্ট দলে ফিরতে আইপিএলকে 'না' ম্যাক্সওয়েলের

আইপিএলের আগামী মৌসুমে দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। ছবি: আইপিএল
আইপিএলের আগামী মৌসুমে দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। ছবি: আইপিএল
>অস্ট্রেলিয়া টেস্ট দলে নিয়মিত হতে আইপিএলের আগামী মৌসুমে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার প্রায় সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার। গ্লেন ম্যাক্সওয়েলকে সবাই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটার হিসেবে চিনলেও তিনিও এর ব্যতিক্রম নন। ম্যাক্মওয়েল টেস্ট দলে নিয়মিত হতে চান। আর তাই অস্ট্রেলিয়ার এই মারকুটে অলরাউন্ডার সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলের আগামী মৌসুমে খেলবেন না।

ম্যাক্সওয়েল আইপিএলে খেলার বদলে নিজেকে প্রস্তুত করবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন পুরো মৌসুম, তিন সংস্করণেই। ৩০ বছর বয়সী এই হার্ড হিটারের টেস্ট অভিষেক পাঁচ বছর আগে। এই সময়ে খেলেছেন মাত্র ৭ টেস্ট! অথচ এই পাঁচ বছরে ম্যাক্সওয়েলের নামের পাশে যোগ হয়েছে ৮৭ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। আর দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর বাংলাদেশের বিপক্ষে। তারপর থেকেই টেস্ট দলে উপেক্ষিত ম্যাক্সওয়েল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ দেখে ম্যাক্সওয়েলের নিশ্চয়ই খারাপ লাগছে!

ম্যাক্সওয়েল তাই কঠিন সিদ্ধান্তই নিলেন। কাড়ি কাড়ি টাকার টুর্নামেন্ট আইপিএলে না খেলার সিদ্ধান্তটা মোটেও সহজ নয়, বিশেষ করে টি-টোয়েন্টির এই সময়ে। ম্যাক্সওয়েলও জানালেন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু নিতেই হতো, ‘আমি এখনো টেস্ট ক্রিকেট খেলতে চাই। আর তাই আইপিএলের আগামী মৌসুমে না খেলার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। টেস্ট খেলতে না পারার ব্যাপারটি আমার হৃদয়ে এখনো জ্বালা ধরায়। আমি অবশ্যই দলে ফিরতে চাই এবং বিশ্বাস করি অস্ট্রেলিয়া টেস্ট দলকে অনেক কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার আছে।’