সিলেটে বল হাতে বাংলাদেশ

সিলেটে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
সিলেটে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
>

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ

সিলেটের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয়। সিরিজ নির্ধারণী ম্যাচ। আগুনে এই ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। ডিসেম্বরের শিশির ভেজা সন্ধ্যায় নিজেদের স্পিন বিভাগের অসুবিধার কথা ভেবেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা।

আজ বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েস ও রুবেল হোসেন বাদ পড়েছেন। এ দুজনের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে অবশ্য শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান