উইন্ডিজের আশা সেই হোপ

মিরাজকে অধিনায়কের অভিনন্দন। ছবি: শামসুল হক
মিরাজকে অধিনায়কের অভিনন্দন। ছবি: শামসুল হক
>

মেহেদী হাসান মিরাজের বলে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ তুলে নিয়েছেন প্রথম পাঁচ উইকেটের ৪টি, অপরটি নিয়েছেন সাইফউদ্দিন। আর ওয়েস্ট ইন্ডিজের  বড় স্কোরের আশাকে থমকে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের জোড়া আঘাতে ১৪৩ রানেই ৭ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডের মতো আজও শাই হোপকে সঙ্গ দিচ্ছেন কিমো পল। 

মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অফ স্পিনে এরই মধ্যে ফিরেছেন চার ক্যারিবীয় ব্যাটসম্যান। তবে উইন্ডিজের আশা হয়ে আছেন সেই শাই হোপ। ১১২ বলে ৮৮ রানে এখনো উইকেটের এক প্রান্ত আঁকড়ে ধরে আছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৩ ওভারে ৭ উইকেটে ১৬৭।  পল অপরাজিত ১০ রানে।


৩.৫ ওভারের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের রান তখন ১৫। মিরাজের বলে পয়েন্টে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দেন হেমরাজ। এরপর ড্যারেন ব্রাভোকে নিয়ে হোপ গড়েন ৪২ রানের জুটি। ব্রাভো দলীয় ৫৭ রানের মাথায় আউট হন মিরাজের বলে বোল্ড হয়ে। এরপর মাশরাফির বলে হোপের বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন হয়। রিভিউ নিলেও তা থেকে সুবিধা করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৯৬ রানে সাইফের বলে বোল্ড হয়েছেন স্যামুয়েলস (১৯)। মিরাজের বলে এরপর উইকেটের পেছনে ক্যাচ দেন রোভমান পাওয়েল। ৯৯ রানে ৫ উইকেট হারিয়েছিল উইন্ডিজ।


মিরাজ এরই মধ্যে নিজের কোটার ১০ ওভার পূরণ করেছেন। ১ মেডেন ও ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।