১০ গোল দিয়েও লাভ হলো না বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দল। সৌজন্য ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দল। সৌজন্য ছবি

থাইল্যান্ডে উয়েফা অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের শেষটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। যেকোনো পর্যায়ের ফুটবল ম্যাচেই ১০ গোল করাকে দুর্দান্ত বলতে হবে। বুরিরামের চেং অ্যারেনায় মালদ্বীপকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৫ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক করেছে হেলাল আহমেদ ও আশিকুর রহমান। এর আগে গত নভেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে মালদ্বীপকে বাংলাদেশ হারিয়েছিল ৯-০ গোলে।

বাংলাদেশের গোল উৎসবের শুরু ১২ মিনিটে। অধিনায়ক হেলালই করেছে গোলের সূচনা। ৩ মিনিট পর হেলাল দ্বিতীয় গোল করে। ৩৩ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ হয় তার। আশিকুরের হ্যাটট্রিকের ৩টি গোল ৩৯, ৭৫ ও ৯১ মিনিটে। নিহাত জামান উচ্ছ্বাস দুটি গোল করেছে ৪১ ও ৫৯ মিনিটে। রাসেল আহমেদের গোল দুটি হয়েছে ৪৮ ও ৬৪ মিনিটে।

এত এত গোল করেও বাংলাদেশের লাভ হয়নি। এ মালদ্বীপকেই গ্রুপের ম্যাচে সাইপ্রাস হারিয়েছে ১৭-০ গোলে। থাইল্যান্ড হারিয়েছে ১১-০ গোলে। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে হারে ৪-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে থাইল্যান্ডের সঙ্গে।