আইপিএল নিলামে নজর থাকবে যাঁদের দিকে

মুশফিকুর রহিমকে টানতে পারে রাজস্থান। ছবি : প্রথম আলো
মুশফিকুর রহিমকে টানতে পারে রাজস্থান। ছবি : প্রথম আলো
>ভারতের জয়পুরে আর কিছু সময় পর আইপিএলের পরবর্তী টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলাম শুরু হবে

ভারতের জয়পুরে পিংক সিটিতে আজ সাজ সাজ রব। আইপিএলের সামনের মৌসুমের জন্য খেলোয়াড়দের নিলাম আজ এই শহরেই অনুষ্ঠিত হবে। আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শক্তি বাড়াতে কিংবা ঘাটতি কমাতে এই নিলামে অংশ নেবে। ভারতীয়, অ-ভারতীয় মিলিয়ে ৩৫১ জন খেলোয়াড়ের আইপিএল-ভাগ্য নির্ধারিত হবে এই নিলামে। আসুন জেনে নিই কোন কোন খেলোয়াড়ের দিকে নজর আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর?

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এবারের নিলামে আলো ছড়াতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিং, তরুণ অলরাউন্ডার অক্ষর প্যাটেল, পেসার মোহাম্মদ শামি, মোহিত শর্মা, ইশান্ত শর্মা, জয়দেব উনাদকাট, বারিন্দার স্রান ও বরুণ অ্যারন। তরুণ খেলোয়াড়দের মধ্যে চমক দেখাতে পারেন ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী ও ব্যাটসম্যান শিভাম দুবে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে এবার আইপিএলের নিলামে উঠছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও মরনে মরকেল, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, উইন্ডিজ পেসার ওশানে থমাস ও ব্যাটসম্যান শিমরন হেটমায়ার, ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ও ব্যাটসম্যান এউইন মরগান, জনি বেয়ারস্টো, কিউই ব্যাটসম্যান কলিন ইনগ্রাম, মার্টিন গাপটিল প্রমুখ।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এবার নিলামে উঠবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান নিলামে উঠছেন না, তাঁকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, এবার তাঁকে আইপিএলেই দেখা যাবে না।

এক মৌসুম সাকিবহীন থাকার পর এবার একজন বাংলাদেশিকে দলে চাইছে কলকাতা নাইট রাইডার্স। ফলে মুশফিক ও মাহমুদউল্লাহের মধ্যে একজনকে কলকাতায় দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক কে ছেড়ে দেওয়া কলকাতার পেস আক্রমণে অভিজ্ঞ কেউ নেই। তরুণ পেসার কমলেশ নাগরকোটি ও শিভাম মাভির মতো তরুণ পেসারদের সঙ্গ দিতে অভিজ্ঞ একজনকে দলে টানতে পারে কলকাতা, সে ক্ষেত্রে একজন অভিজ্ঞ পেসার আসতে পারেন কলকাতায়।

দিল্লির ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তিত হয়েছে এবার, ফলে পাল্টেছে ফ্র্যাঞ্চাইজিটির নাম। দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালস। মিডল অর্ডারে ঝড় তুলতে একজন বিদেশি দলে আনতে পারে দলটি। সে ক্ষেত্রে শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, কার্লোস ব্র্যাফেট, কোরি অ্যান্ডারসনের মধ্যে একজনকে তাঁদের দলে দেখা যেতে পারে।

মাহমুদউল্লাহয় আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। ছবি: প্রথম আলো
মাহমুদউল্লাহয় আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর। ছবি: প্রথম আলো

দল গোছাতে বেশ কজন খেলোয়াড় লাগবে কিংস ইলেভেন পাঞ্জাবের। শিমরন হেটমায়ারের দিকে নজর থাকবে তাদেরও, উইকেটরক্ষক-ব্যাটসম্যান একজনকেও দলে টানতে চাইবে পাঞ্জাব। সে ক্ষেত্রে আসতে পারেন ঋদ্ধিমান সাহা, লুক রনকির মতো কেউ। একজন ভারতীয় পেসারও টানতে পারে তারা, সে ক্ষেত্রে ইশান্ত শর্মা, মোহিত শর্মা, মোহাম্মদ শামি, বরুণ অ্যারনের দিকে নজর রাখবে পাঞ্জাব।

মোস্তাফিজ ও প্যাট কামিন্সকে ছেড়ে দেওয়ায় এবার নিলামে একজন বিদেশি ফাস্ট বোলার আনতে পারে মুম্বাই ইন্ডিয়ানস। ভারতীয় পেসারদের পাশাপাশি লাসিথ মালিঙ্গা, ডেল স্টেইন, স্যাম কুরানদের দিকেও চোখ থাকবে দলটির।

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দরকার একজন পেসার, আর একজন মারকুটে ব্যাটসম্যান। হেটমায়ারের দিকে তাদেরও নজর থাকবে। পার্থিব প্যাটেল ছাড়া কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যান নেই দলটির, এটাও একটা দুর্বলতা। ফলে রনকি, ম্যাককালাম, বেয়ারস্টোরাও রয়েছেন বেঙ্গালুরুর নজরে।

গতবার সাড়ে ১১ কোটি টাকা দিয়ে অনভিজ্ঞ ভারতীয় পেসার জয়দেব উনাদকাটকে কিনে প্রত্যাশিত পারফরম্যান্স না পেয়ে এবার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাঁর জায়গায় একজন দেশি পেসার আনার দিকে মনোযোগ দেবে রাজস্থান। ওপেনার সংকটে ভুগছে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার ডি’আর্চি শর্ট, মার্টিন গাপটিল, অ্যারন ফিঞ্চের মতো ওপেনারদের দিকে নজর থাকবে রাজস্থানের। সঙ্গে দলে একজন উইকেটরক্ষকও আনা হতে পারে। সে ক্ষেত্রে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিম থাকতে পারেন দলটির ভাবনায়।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের তেমন কাউকে দরকার নেই। গতবারের শিরোপাজয়ী পুরো স্কোয়াডই ধরে রেখেছে দলটি। তাহলে দেখা যাক, এবারের নিলামে কে কে আলো ছড়ান!