পাকিস্তানে খেলবে বাংলাদেশের দুই খেলোয়াড়!

আশরাফুল ইসলাম ও ফরহাদ আহমেদ শিতুল। সংগৃহীত ছবি
আশরাফুল ইসলাম ও ফরহাদ আহমেদ শিতুল। সংগৃহীত ছবি

পাকিস্তানের টুর্নামেন্টে খেলার জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের দুই তারকা ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল ও আশরাফুল ইসলাম। আগামী ১১-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে শিতুল-আশরাফুল কোন দলের হয়ে খেলবেন সেটা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। মূলত পাকিস্তান হকি ফেডারেশন কর্তৃক বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে দুজন খেলোয়াড়ের নাম চেয়েছিল। শিতুল ও আশরাফুলকে নির্বাচন করে নাম পাঠিয়েছে নির্বাচক কমিটি।

শুরুতে নির্বাচক কমিটির সংক্ষিপ্ত তালিকায় ছিল চারজনের নাম। শিতুল ও আশরাফুলের সঙ্গে অন্য দুজন ছিলেন রোমান সরকার ও মাইনুল ইসলাম কৌশিক। সেখান থেকে নির্বাচকেরা দুজনকে বেছে নেন। বাংলাদেশের ঘরোয়া লিগ-টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়ের অংশগ্রহণের অহরহ নজির থাকলেও পাকিস্তানে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের হকি খেলোয়াড়।

পাকিস্তানের টুর্নামেন্টে খেলার জন্য নির্বাচিত হওয়ায় শিতুল উচ্ছ্বসিত, ‘প্রথমত আমাদের ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যোগ্য মনে করে নির্বাচন করেছে। যদি আমি সেখানে খেলার সুযোগ পাই, অবশ্যই নিজের সেরাটা দিয়ে খেলব, যাতে ভবিষ্যতে একজন–দুজন নয়, আরও অনেকের সেখানে খেলার সুযোগ তৈরি হয়।’

দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে পারার সুবাস পাচ্ছেন আশরাফুলও, ‘খবরটি শোনার পর থেকে আমার ভীষণ ভালো লাগছে। নিরাপত্তা নিয়ে আমি কিছুই ভাবছি না। আমার অনেক ক্রিকেটার বন্ধু পাকিস্তানে খেলে এসেছে। তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। এখন খেলার দিকে মনোযোগ দিতে চাই।’

তবে শঙ্কার বিষয় নিরাপত্তা। পাকিস্তান মানেই বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাড়তি চিন্তাভাবনা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলার পর বিদেশি দলগুলো সফরে যেতে পারে না। এই তো নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ জাতীয় হকি দলই পাকিস্তান সফর বাতিল করেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের নারী ক্রিকেট দল, ইমার্জিং টিম কিংবা পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) এনামুল হকের অংশ নেওয়ার নজির আছে টাটকা। তাই নিরাপত্তা নিয়ে ভাবছেন না দুই হকি তারকা।

নিরাপত্তার বিষয়টি ভালোভাবেই অবগত আছে হকি ফেডারেশন। এ ব্যাপারে হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল এহসান রানা বলেন, ‘শিতুল-আশরাফুল আমাদের জাতীয় দলের খেলোয়াড়। অবশ্যই আমরা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তারপর তাদের সেখানে পাঠাব।’