৬৪ মিলিয়নে কিনে আবার ফেরত!

ক্রিশ্চিয়ান পুলিসিচ এখন চেলসির। ছবি: এএফপি
ক্রিশ্চিয়ান পুলিসিচ এখন চেলসির। ছবি: এএফপি
>জানুয়ারির দলবদলে ৬৪ মিলিয়ন ইউরো দিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ক্রিশ্চিয়ান পুলিসিচকে কিনেছে চেলসি। কিন্তু গ্রীষ্মের আগে তাঁকে ডর্টমুন্ড ছাড়তে রাজি নয়, তাই কিনেই আবার ধারে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিসিচকে

উইঙ্গার উইলিয়ান এ মৌসুমে নেই পুরোনো ছন্দে। ডান প্রান্তে খেলার জন্য চেলসির প্রয়োজন একজন উইঙ্গার। ওদিকে ক্রিশ্চিয়ান পুলিসিচ পণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেনই। দুই দুইয়ে চার মিলেছে যখন, তখন আর বাধা কিসে! ৬৪ মিলিয়ন ইউরো দিয়ে তাই বরুসিয়া ডর্টমুন্ড থেকে পুলিসিচকে নিয়ে এসেছে চেলসি। তবে এখনই মার্কিন উইঙ্গারকে মাঠে নামাতে পারছে না চেলসি। কিনে আবার ডর্টমুন্ডেই ধারে পাঠিয়ে দিয়েছে তাঁকে। চলতি মৌসুম শেষ করে তবেই ইংল্যান্ডে পাড়ি জমাবেন এই প্রতিভা।

শুরু হয়েছে জানুয়ারির দলবদল। দল বদলের বাজারে অনেক গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত পুলিসিচের মোটা অঙ্কের দল বদলের খবরটিই আগুন ছড়িয়েছে। ২০১৬ সাল থেকে বরুসিয়াতে খেলছেন ২০ বছর বয়সী উইঙ্গার। ২০২০ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে তাঁর। ব্যক্তিগতভাবে চুক্তি নবায়ন না করার ইচ্ছে আগেই জানিয়েছেন। সে সঙ্গে যোগ হয়েছে চেলসির আগ্রহ। দুইয়ে দুই মিলে পুলিসিচ এখন ইংলিশ ক্লাবটির সম্পত্তি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিতে নাম লেখাতে পেরে নিজেকে বিশেষ একজন ভাবছেন পুলিসিচ, ‘কিংবদন্তি এক ক্লাবে নাম লেখাতে পেরে নিজেকে বিশেষ একজন মনে হচ্ছে।’

দেশের জার্সিতে ২৩ ম্যাচে নয় গোল আছে পুলিসিচের। চলতি মৌসুমে বরুসিয়ার জার্সিতে ১৮ ম্যাচে গোল করেছেন তিনটি। কিন্তু নতুন কোচের কাছে তাঁর চেয়ে জাডোন সানচোই বেশি গুরুত্ব পাচ্ছে। আর তাঁকে বিক্রি করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না বলে মনে করেন বরুসিয়া ক্লাব পরিচালক মিশেল জোর্ক, ‘ক্রিস্টিয়ানোর সব সময় স্বপ্ন ছিল সে প্রিমিয়ার লিগে খেলবে। ফলে তাঁর সঙ্গে আমরা চুক্তি করতে পারছিলাম না। এর মধ্যে চেলসির প্রস্তাবটাও ছিল লাভজনক।’