এবার 'গার্ড অব অনার' পাচ্ছে রিয়াল মাদ্রিদ

রিয়াল সর্বশেষ ‘গার্ড অব অনার’ পেয়েছিল ভ্যালেন্সিয়ার কাছ থেকে। ফাইল ছবি
রিয়াল সর্বশেষ ‘গার্ড অব অনার’ পেয়েছিল ভ্যালেন্সিয়ার কাছ থেকে। ফাইল ছবি

‘গার্ড অব অনার’ শব্দটা নিয়ে কম কথা হয়নি গত মৌসুমে। ক্লাব বিশ্বকাপ জিতে এসে পরের ম্যাচে বার্সেলোনাকে পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই বার্সার খেলোয়াড়েরা দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন, আর তারা মাঠে ঢুকবেন—এমন কিছু আশা করেছিল রিয়াল। কিন্তু সেটায় রাজি হয়নি বার্সেলোনা। এবারও ক্লাব বিশ্বকাপ জিতে আজই প্রথম মাঠে নামছে রিয়াল। ভিয়ারিয়াল অবশ্য বার্সেলোনার মতো কিছু করছে না। রিয়াল মাদ্রিদকে বৈশ্বিক এক শিরোপা জয়ের সম্মান জানাবে তারা।

চ্যাম্পিয়নস লিগ জয়কে ছেলে খেলা বানিয়ে ফেলেছে রিয়াল। ঘরোয়া ফুটবলে অস্বস্তিকর ফলকে ভুলিয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। টানা ক্লাব বিশ্বকাপও জেতা হয়ে গেছে লস ব্লাঙ্কোরা। এর মাঝে দ্বিতীয়টি জয়ের পরই এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। ২৩ ডিসেম্বরের সে ম্যাচের আগে ‘গার্ড অব অনার’ চেয়েছিল রিয়াল। কিন্তু বার্সেলোনা রাজি হয়নি। তারা বলেছিল, যে প্রতিযোগিতা তারা খেলেনি, সেটার জন্য এমন সম্মান তারা দেবে না।

গত মৌসুমের শেষ দিকেই আবার উঠে এসেছিল ‘গার্ড অব অনার’ প্রসঙ্গ। লিগ জয় প্রায় নিশ্চিত করেই বার্সেলোনা পরের এল ক্লাসিকো খেলতে এসেছিল বার্নাব্যুতে। তখন আবার উঠে এসেছিল ‘গার্ড অব অনার’! তখন রিয়াল ঠায় মানা করে দিয়েছিল। এবার অবশ্য ভিয়ারিয়াল অত আলোচনায় যায়নি। কারণ, গতবার বার্সেলোনা লিগ জেতার পর ভিয়ারিয়াল ‘গার্ড অব অনার’ দিয়েছিল কাতালানদের।

স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী, কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে ‘গার্ড অব অনার’ পায়। তবে এটি মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়। লিগের বাইরেও গার্ড অব অনার দেওয়ার কেতা আছে। ২০০৯ সালে এই ভিয়ারিয়ালই বার্সেলোনাকে ক্লাব বিশ্বকাপ জেতার কারণে ‘গার্ড অব অনার’ দিয়েছিল। ২০১৫ সালের জানুয়ারিতে ভ্যালেন্সিয়ার কাছে গার্ড অব অনার পেয়েছিল সেবার ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল। ঠিক তার পরের মৌসুমেই বার্সেলোনাকে এই সম্মান দেখিয়েছিল রিয়াল বেটিস, বার্সাও সেবার ক্লাব বিশ্বকাপ জিতে খেলতে নেমেছিল লিগে। তবে ২০১৬ ক্লাব বিশ্বকাপ জিতে লিগে গ্রানাডার বিপক্ষে খেলতে নেমে ‘গার্ড অব অনার’ পায়নি রিয়াল।