মিরাজের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক দেখেন ক্লুজনার

জাতীয় দলের অধিনায়কের কাছ থেকে কি টিপস নিচ্ছেন মিরাজ? ছবি: প্রথম আলো।
জাতীয় দলের অধিনায়কের কাছ থেকে কি টিপস নিচ্ছেন মিরাজ? ছবি: প্রথম আলো।
রাজশাহী কিংসকে এবার নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। তরুণ অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া কতটা সঠিক হয়েছে সেটিই বললেন দলটির কোচ ল্যান্স ক্লুজনার।


তরুণ এক অধিনায়কে সওয়ার হয়ে এবার বিপিএল-অভিযান শুরু করছে রাজশাহী কিংস। কাল রাজধানীর হাতিরঝিলের মুক্ত মঞ্চে বেশ ঘটা করে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে মাঠে, মাঠের বাইরে নানা ধরনের চাপ থাকে। সব চাপ সামলে মিরাজ পারবেন সফলভাবে নেতৃত্ব দিতে?

ল্যান্স ক্লুজনার ভীষণ আশাবাদী তাঁর তরুণ অধিনায়ককে নিয়ে। রাজশাহী কোচ মিরাজের মধ্যে ভবিষ্যতে বাংলাদেশ অধিনায়কের ছবি দেখছেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ও এখনো তরুণ। তবে সে আগেও অধিনায়কত্ব করেছে (বয়সভিত্তিক ক্রিকেটে)। এটা হচ্ছে তার জন্য আরেক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা ওর আশপাশে থাকবে। তারা ওকে সহায়তা করবে। অধিনায়ক হিসেবে নিজেকে পরিচিত করতে আমরা ওকে একটা প্ল্যাটফর্ম করে দিতে চাচ্ছি। কে বলতে পারে ভবিষ্যতে সে বাংলাদেশের অধিনায়কও হতে পারে।’

মিরাজ কাল বলছিলেন, তাঁর কাজটা অনেক সহজ করে দিতে আছেন কোচ ক্লুজনার। এখন অধিনায়ক-কোচের রসায়নটা জমলে ভালো ফল পেতে পারে ২০১৬ বিপিএলের রানার্সআপরা। রংপুর, ঢাকা, সিলেট, কুমিল্লার তুলনায় রাজশাহী দলে অবশ্য তারকা সমাবেশ কিছুটা কম। মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হকদের মতো স্থানীয় তারকাদের দিকে তাকিয়ে থাকতে হবে ক্লুজনারকে।

প্রতিপক্ষ দল তাঁদের তুলনায় কতটা এগিয়ে সেটি নয়, ক্লুজনার ভরসা রাখতে চান নিজের অস্ত্রের ওপর, ‘অন্য দলগুলোর দিকে মনোযোগ দিতে চাচ্ছি না। আমরা কী করতে পারি, নিজেদের ওপরই আমাদের ভরসা থাকবে। অবশ্যই এই টুর্নামেন্টে দুর্দান্ত কিছু দল আছে। কোনো ম্যাচই সহজ নয়। আমরা কী করতে পারি, ম্যাচ কীভাবে জিততে পারি, মনোযোগ তাই নিজেদের দিকেই থাকবে।’