'আশরাফুল ভাই সবচেয়ে ভালো সতীর্থ'

মোহাম্মদ আশরাফুলকে ‘ভালো সতীর্থ’ বলছেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো
মোহাম্মদ আশরাফুলকে ‘ভালো সতীর্থ’ বলছেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো
নিষেধাজ্ঞা কাটিয়ে পাঁচ বছর পর বিপিএলে ফিরেছেন আশরাফুল। মাঠে কিংবা ড্রেসিংরুমে আশরাফুলের উপস্থিতি নিয়ে বললেন চিটাগং পেসার আবু জায়েদ


বিপিএলে ফেরার ম্যাচে ভালো করতে পারেননি মোহাম্মদ আশারাফুল। করেছেন মাত্র ৩ রান। তবে ওই ম্যাচে সবচেয়ে মনে রাখার মতো ছবিটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাঁর খুনসুটি। দৃশ্যটা মানুষের মধ্যে যে সাড়া ফেলেছে, আশরাফুল ভীষণ খুশি। তবে তিনি আলোচনায় আসতে চান পারফরম্যান্স দিয়েই।

পারফরম্যান্সের বিচারে প্রথম ম্যাচটা ভালো না গেলেও মাঠে আশরাফুল ভীষণ স্বতঃস্ফূর্ত, ভালো কিছু করতে সর্বোচ্চ চেষ্টাই করেছেন বলে জানালেন তাঁর চিটাগং সতীর্থ আবু জায়েদ, ‘আশরাফুল ভাই আমাদের মধ্যে সবচেয়ে ভালো সতীর্থ। তিনি সবার সঙ্গে মিশতে পারেন, সে জুনিয়র কিংবা সিনিয়র হোক। আমাকে অনেক সমর্থন করেন। ফিল্ডিংয়ের সময় মাঠে নানাভাবে অনুপ্রাণিত করছেন। বোলাররা একটু খারাপ করলে নানাভাবে অনুপ্রাণিত করছেন। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যেভাবে সমর্থন দিতে হয় সতীর্থদের তিনি সেই কাজটাই করছেন। তিনি যেহেতু সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক না হয়েও অধিনায়কত্বের বিষয়গুলো চলে আসছে তাঁর মধ্যে। ফিল্ডিংয়েও সে ভালো করছে।’

বিতর্কিত এক অধ্যায় শেষে আশরাফুল চেষ্টা করছেন সব নতুনভাবে শুরু করতে। যে বিপিএলে জড়িয়ে পড়েছিলেন ফিক্সিংয়ে, পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সেটিতে ফিরেছেন। সতীর্থরা কীভাবে দেখছেন আশরাফুলের এ ফেরা? আজ বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে আবু জায়েদ বললেন, ‘এ বিষয়টা আমাদের মনেই নেই সত্যি কথা। গত এক বছর ধরে ওনার সঙ্গে খেলছি, জাতীয় লিগ, বিসিএল—এসব নিয়ে কোনো কথাই হয় না। একটা ভুল হয়েছে তাঁর, সেটা শেষ হয়ে গেছে।’

আশরাফুল প্রথম ম্যাচে ভালো না করতে পারলেও চিটাগং এবার টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে। সিলেট থেকে উঠে আসা চিটাগং পেসার আবু জায়েদের প্রত্যাশা, তাঁর দল ভালো কিছুই করবে, ‘গত দুই টুর্নামেন্টে চিটাগং পয়েন্ট তালিকায় শেষের দিকে ছিল। এবার আমাদের আশা যেন ফাইনাল খেলতে পারি।’