কিছু মানুষ কোহলিদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে!

ভারতের কোচ রবি শাস্ত্রী। ছবি: এএফপি
ভারতের কোচ রবি শাস্ত্রী। ছবি: এএফপি
বিরাট কোহলিদের সমালোচকদের এক হাত নিলেন রবি শাস্ত্রী


অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিরাট কোহলিদের কোচ রবি শাস্ত্রী তাই এখন ভীষণ ফুরফুরে মেজাজে। ভারতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা মনেই কথা বলেছেন ভারতের এই হেড কোচ। শাস্ত্রীর মতে, কিছু লোক ভারতের এই দলটির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ জয়কে শাস্ত্রী আগেই ‘বিশ্বকাপ জয়ের চেয়ে কৃতিত্বের’ বলেছেন। এ প্রসঙ্গে ভারতের কোচের ব্যাখ্যা, ‘৭১ বছরের খরা ঘুচেছে এবং ইমরান খান থেকে ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটারেরা অভিনন্দন জানিয়েছেন। ওখানে জয়ের গুরুত্বটা এতেই বোঝা যায়। অস্ট্রেলিয়ায় তাঁরা খেলেছেন বলেই জানেন, দল হিসেবে ওরা কতটা কঠিন। হ্যাঁ ১৯৮৩ বিশ্বকাপ জয় অবশ্যই অনেক ওপরে থাকবে কিন্তু আমি আগে যা বলেছি সেটাই বিশ্বাস করি—এটাই আসল ক্রিকেট। এটাই আসল মজা।’

শাস্ত্রী কোচ হয়ে আসার পর থেকে অনেক সমালোচনাই হয়েছে ভারতীয় দলকে নিয়ে। এর আগে ইংল্যান্ড সফরে কোহলিদের দলকে গত ১৫-২০ বছরের মধ্যে প্রতিপক্ষের মাটিতে ভারতের সেরা বলেছিলেন শাস্ত্রী। এ নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এবারের সিরিজে পার্থ টেস্টে ভারতের হারের পর কোচ হিসেবে শাস্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার।

শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, অস্ট্রেলিয়ার মাটিতে কোহলিরা সিরিজ জেতার পর সমালোচকদের মুখ বন্ধ হবে কি না? ভারতের কোচের জবাব, ‘কিছু লোক আছে যারা এই দলটার সমালোচনা করছে প্রতিনিয়ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিক আছে, কারণ আপনি দলে যে দায়িত্ব পালন করছেন তার সঙ্গে ওখানকার কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু লোক আছে যারা শুধু এই দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় এবং এ নিয়ে তাঁরা বেশ খোলামেলাই কথা বলছে। আমি দায়িত্ব নেওয়ার আগে ভারত র‌্যাঙ্কিংয়ে পাঁচ কিংবা এ রকম কোনো জায়গায় ছিল। কিন্তু গত তিন বছর ধরেই ভারত শীর্ষে। যারা সব সময় সমালোচনা করতে চান, চালিয়ে যেতে পারেন। কারণ শিগগিরই সবাই বুঝতে পারবে এতে কোনো লাভ নেই।’