'মুশফিক ভাই তো এ রকমই ব্যাটিং করেন'

পুরো ইনিংস জুড়েই মুশফিক ছিলেন এমন খুনে মেজাজে। ছবি: প্রথম আলো
পুরো ইনিংস জুড়েই মুশফিক ছিলেন এমন খুনে মেজাজে। ছবি: প্রথম আলো
>

মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে গত রাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়েছে চিটাগং ভাইকিংস। ম্যাচশেষের সংবাদ সম্মেলনে মুশফিকের জন্য তাই শুধু প্রশংসাই ঝরল ভাইকিংসের পেসার খালেদ আহমেদের কণ্ঠে

কুমিল্লার ইনিংসের শেষ দিকে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ঝড়ের পর মনে হয়েছিল সে ঝড়েই উড়ে যাবে মুশফিকের চট্টগ্রাম। কিন্তু মুশফিকুর রহিম সেটা মানবেন কেন? থিসারার ঝড়টাকেই ম্যাচের শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন মুশফিক নিজেই। হাই স্কোরিং ম্যাচে কুমিল্লাকে পরাস্ত করে তাই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং ভাইকিংস। ম্যাচ জয়ের নায়ক মুশফিকের জন্য দলের পেসার খালেদ আহমেদের কণ্ঠ থেকে তাই শুধু প্রশংসাবাক্যই শোনা গেল।

এর আগে কখনো সংবাদ সম্মেলনে আসার অভিজ্ঞতা হয়নি খালেদের। কিন্তু এসে নিজের অভিজ্ঞতা জানানোর সময় পেলেন কই? খালেদের কথায় বেশির ভাগ সময় ধরে তাই মুশফিক-স্তুতিই শোনা গেল, ‘মুশফিক ভাই ক্লাস ব্যাটিং করেছেন। উনি তো এ রকমই ব্যাটিং করেন। শেষ নিদাহাস ট্রফিতে যে ব্যাটিং করেছিলেন আজ সেরকম ব্যাটিং করেছেন। উনি উইকেটে সেট হয়ে যাওয়ায় ভেবেছিলাম উনি যেহেতু সেট তাই আমরা ম্যাচ জিতব। উনি তো লক্ষ্য প্রায় অতিক্রম করেই এসেছেন। এ ম্যাচ যদি আমরা পরবর্তীতে হেরে যেতাম তাহলে তো আমাদের ভুল। শেষ দিকে ফ্রাইলিঙ্ক ছিল তাই আত্মবিশ্বাস ছিল। ও তো এর আগে দুই-একটা ম্যাচ শেষ করে দিয়ে আসতে পেরেছে। মুশফিক ভাই চেয়েছিলেন শেষ ওভারে খেলা না নিতে। উনি ইতিবাচক খেলেছেন।’

মুশফিক ম্যাচ শেষ করে না আসতে পারলেও, শেষদিকে যেহেতু রবি ফ্রাইলিঙ্কের মতো মারকুটে অলরাউন্ডার ছিলেন, তাই জয় নিয়ে কোনো সংশয় কাজ করেনি খালেদের মধ্যে, ‘আমরা অবশ্যই আশা করেছিলাম ম্যাচটা জিতব। শেষ ম্যাচেও আমরা শেষ পর্যন্ত ম্যাচ টেনেছি। এ ম্যাচেও এ রকম প্রত্যাশা ছিল। আমাদের পরিকল্পনা ছিল ছোট ছোট জুটি গড়তে পারলে আমরা জিতব। শেষ পর্যন্ত যেহেতু রবি (ফ্রাইলিঙ্ক) ছিল তাই জিতব। ও বল বেশ ভালো মারতে পারবে।’

চার ম্যাচ শেষে চিটাগং ভাইকিংস এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এভাবে খেললে সেমিফাইনাল নিশ্চিত। বিপিএলে ইতিবাচক শুরু পরে দলের ভেতরে কি অবস্থা? খালেদ বলেছেন, ‘দলের অবস্থা অবশ্যই ভালো। অনেক চাঙা আছি আমরা। আমরা তো দুই নম্বরে আছি। দলের সবার মনোবল শক্ত যে আমরা সামনের ম্যাচে আরও ভালো করব। আজকের ম্যাচ পর্যন্ত ভালো গেছে। সামনেও ভালো করার চেষ্টা থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলছি। একসঙ্গে সবাই খেলছে। মাঠে সবাই সবাইকে সাপোর্ট করছে। টিমের ভেতরে সমঝোতা বেশ ভালো। তাই দল ফল পাচ্ছে। মুশফিক ভাই ভালো অধিনায়কত্ব করেছেন।’