জয়ের ধারায় ফিরতে রংপুর বোলিংয়ে

বোলিংয়ে মাশরাফির রংপুর। ফাইল ছবি
বোলিংয়ে মাশরাফির রংপুর। ফাইল ছবি
>দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

সিলেটেও উইকেটের যে রহস্যময় আচরণ, সেটি ভাবিয়ে মারছে বিপিএলের দল গুলিকে। সে ভাবনা থেকেই হয়তো দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গতকাল সিলেট-পর্বের শুরুর দিনে সন্ধ্যার ম্যাচেই আগে ব্যাটিং করে সিলেটের যে অবস্থা হয়েছিল মাশরাফি নিশ্চিত করেই আজ সেটিরই পুনরাবৃত্তি চাচ্ছেন। তেমনটি না হলেও সিলেটের সংগ্রহটাকে নাগালের মধ্যে রাখার প্রত্যাশা তো থাকছেই। কে জানে আজ রান তাড়া করাটা কত কঠিন হবে। তবে রংপুরের ব্যাটিং লাইনআপটা কিন্তু আশা জাগানিয়াই—ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশোরা নিশ্চিত করেই টি-টোয়েন্টি দুনিয়ার সেরা সব নাম।

সিলেট আগে ব্যাটিং করে গতকালকের সমস্যাটা কাটিয়ে উঠতে চাইবে। সাবেক অস্ট্রেলীয় সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিপিএলে এখনো পর্যন্ত আহামরি কিছু করতে পারেননি। দেশি তারকাদের মধ্য লিটন দাস, সাব্বির রহমানরাও নিষ্প্রভ। টুর্নামেন্টে টিকে থাকতে হলেও আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই তাদের। এখনো পর্যন্ত ক্যারিবীয় ক্রিকেটার নিকোলাস পুরান ব্যাট হাতে সফল। আজ ওয়ার্নার, সাব্বিরদেরও কিছু করে দেখাতে হবে।

দুই দলে যারা খেলছেন:
রংপুর: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, মেহেদী মারুফ, সোহাগ গাজী, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাহিদুল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, রাইলি রুশো
সিলেট: ডেভিড ওয়ার্নার, সোহেল তানভীর, সন্দ্বীপ লামিচানে, নিকোলাস পুরান, অলক কাপালি, লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান রানা, জাকির আলী অনীক