জাতীয় দলের খেলোয়াড়দের হুমকি দিলেন জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ফাইল ছবি

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। দেশের সেরা ফুটবলারদের মেলে ধরার সর্বোচ্চ মঞ্চ। লিগ দেখে খেলোয়াড় বাছাই করার উদ্দেশ্যে আগামীকালই ঢাকা ফিরছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। শুধু ঢাকায় বসেই খেলা দেখবেন না, বিভিন্ন ভেন্যুতে ঘুরে ঘুরে খেলা দেখার ইচ্ছে রয়েছে তাঁর। সকল ফুটবলারদের জন্য দিয়েছেন বার্তা, সে সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য দিয়ে রেখেছেন হুমকিও।

চলতি বছর বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব ছাড়াও অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সে লক্ষ্যে তারুণ্যনির্ভর জাতীয় দল গঠন করতে চান বাংলাদেশের ব্রিটিশ কোচ। তাই লিগ শুরুর আগে প্রথম আলোর মাধ্যমে খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন জেমি, ‘অনেক দিন ধরেই লিগের অপেক্ষায় ছিলাম। আশা করি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটি লিগ হবে। জাতীয় দলের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের দরজা সবার জন্যই খোলা। খেলোয়াড়েরা নিজেকে মেলে ধরতে পারলেই আমি তাঁকে ডেকে নেব।’

মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব দিয়ে শুরু হবে জেমির ২০১৯ মিশন। তাঁর বর্তমান জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই অনূর্ধ্ব ২৩ দলের। সে হিসেবে নতুন করে দল গঠন করার জন্য কষ্ট হওয়ার কথা নয় তাঁর। কিন্তু লিগে ভালো খেলতে না পারলে কোনো খেলোয়াড়কে ডাকতে নারাজ জেমি। ফলে জাতীয় দলের খেলোয়াড়দের জন্যও আলাদা বার্তা দিয়েছেন। বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিলদের উদ্দেশ্যে হুমকিও বলা যেতে পারে। জেমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আগে কে কী খেলেছে, আমি ভুলে গিয়েছি। জাতীয় দলে খেলতে হলে লিগে ভালো খেলেই আসতে হবে। তারা নিশ্চয় জানেন, জাতীয় দলে ফিরতে কেমন পারফরমেন্স করতে হবে। অন্যথায় সেখানে নতুন খেলোয়াড় দলে চলে আসবে।’

অন্যদিকে নতুন নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোচ হিসেবে যে সমস্যায় পড়েছিল বাংলাদেশ, আপাতত তা কেটে গিয়েছে। চলতি বছর থেকে জাতীয় দলের কোচ হতে ‘প্রো’ লাইসেন্স আবশ্যক। যা নেই জেমির। কিন্তু ইতিমধ্যে উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া জেমি নিজের দেশ ইংল্যান্ডে প্রো লাইসেন্স করার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ কোচের আবেদনে সাড়াও দিয়েছে এফএ। সবকিছু ঠিক থাকলে তাঁর কোর্স শুরু হবে আগামী বছরের মে মাসে। চার ধাপে হবে এই কোর্স। আর কোর্স চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের ডাগ আউটে দাঁড়াতে বাধা নেই তাঁর।