ওয়ানডেতে কোহলি সর্বকালের সেরা ব্যাটসম্যান

এক-একটি রানে এখন টেন্ডুলকারকে ধরতেই ছুটছেন কোহলি। ছবি: এএফপি
এক-একটি রানে এখন টেন্ডুলকারকে ধরতেই ছুটছেন কোহলি। ছবি: এএফপি
>বিরাট কোহলিকে ওয়ানডেতে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক

ক্রিকেটে সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে নেওয়ার পথে রয়েছেন বিরাট কোহলি। কথাটা এরই মধ্যে বেশ পুরোনো। মাইকেল ক্লার্ক এই পুরোনো পথটা মাড়াননি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বললেন নতুন কথা—যা তাঁর নিজস্ব ভাবনা। বিরাট কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান!

ভিভ রিচার্ডস আছেন। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, সনাথ জয়াসুরিয়া কিংবা অ্যাডাম গিলক্রিস্টকে নিয়েও অনেকে এমন কথা বলে থাকেন। কিন্তু ক্লার্কের কাছে ৫০ ওভারের ক্রিকেটে বর্তমান ভারতীয় অধিনায়কই সর্বকালের সেরা ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও কোহলি এখন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান। কিছুদিন আগে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে ভারত। ওয়ানডে সিরিজও জিতেছে কোহলির দল। ওয়ানডে সিরিজে সেঞ্চুরিও পেয়েছেন কোহলি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় কোহলির পারফরম্যান্স দেখে ক্লার্ক রীতিমতো মুগ্ধ।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘আমার কাছে বিরাট কোহলি ওয়ানডেতে সর্বকালের সেরা ব্যাটসম্যান। ভারতের হয়ে সে যা যা অর্জন করেছে তা দেখে আমার মনে আর কোনো সন্দেহ নেই।’

ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি এখন এগারোতম। ২১৯ ম্যাচে তাঁর রান ১০ হাজার ৩৮৫। তবে ত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যানের পারফরম্যান্স বোঝা যায় তাঁর ব্যাটিং গড় ও সেঞ্চুরিসংখ্যা দেখলে। ৫৯.৬৮ গড়—যা রানে কোহলির ওপরে থাকা দশ সাবেকদের কারও নেই। এমনকি তাঁদের কারও ব্যাটিং গড়-ই ৪৫ ছুঁতে পারেনি। সেঞ্চুরি সংখ্যায় কোহলির (৩৯) সামনে এখন শুধুই টেন্ডুলকার (৪৯)। কোহলির যে বয়স তাতে বিশ্লেষকদের বিশ্বাস, ওয়ানডেতে টেন্ডুলকারের সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান ও ৪৯ সেঞ্চুরির রেকর্ড একদিন ঠিকই ভেঙে দেবেন কোহলি।

কোহলির গুণমুগ্ধ ক্লার্ক তাই সময়ের অন্যতম এই সেরা ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ। কোহলির নিবেদন কেমন তা বোঝাতে ক্লার্ক বলেন, ‘দেশকে জেতাতে কোহলির নিবেদনের প্রতি সম্মান জানাতেই হয়। হ্যাঁ, সে আক্রমণাত্মক তবে কেউ তাঁর প্রতিজ্ঞা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। অর্জনই বলছে সে ওয়ানডেতে সর্বকালের সেরা।’