তাসকিনের 'গতির কাছে হারলেন' শফিউল

শফিউল নন, নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা বেছে নিয়েছেন তাসকিনকেই। প্রথম আলো ফাইল ছবি
শফিউল নন, নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা বেছে নিয়েছেন তাসকিনকেই। প্রথম আলো ফাইল ছবি
>তাসকিন-শফিউল দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হতো। নির্বাচকেরা শেষ পর্যন্ত প্রথমজনকেই বেছে নিলেন। বিপিএলে দুজনই ভালো বোলিং করছেন। তবুও শফিউল কোথায় পিছিয়ে পড়লেন তাসকিনের চেয়ে?

খুলনা টাইটানসের বিপক্ষে ফিল্ডিং করছে সিলেট সিক্সার্স। হঠাৎ মাঠের বড় পর্দায় ভেসে উঠল তাসকিন আহমেদ আর সাব্বির রহমানের মুখ। কেন ভেসে উঠল, তা তো বুঝতেই পারছেন। দুজনই নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন।

দলে ফিরতে সাব্বিরকে খুব একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়নি। তবে তাসকিনের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আরেক পেসার শফিউল ইসলামের। দুজনই ভালো বোলিং করছেন এবারের বিপিএলে। কিন্তু শেষ পর্যন্ত তাসকিনকেই কেন বেছে নিলেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সেটির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘তাসকিন অনেক দিন চোটে পড়ে মাঠের বাইরে ছিল। সে বিসিবির প্রোগ্রামেই ছিল। ওকে আমরা যথেষ্ট পরিচর্যা করেছি। বিপিএলেও সে যথেষ্ট ভালো করেছে। ওকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। যদি সে ওয়ানডেতে ভালো খেলে তবে সামনেও ওকে বিবেচনা করব।’

মিনহাজুল যে বললেন, বিপিএলে যথেষ্ট ভালো বোলিং করেছেন তাসকিন, তা শফিউল খারাপটা করলেন কোথায়? এবার প্রধান নির্বাচকের যুক্তি, ‘আমাদের চার পেস বোলার আগের সিরিজগুলোয় খেলে গেছে। এখানে তাসকিনের একটু গতি বেশি আছে, সেই চিন্তা থেকেই শফিউলের চেয়ে সে এগিয়ে থেকেছে। শফিউলও আমাদের চিন্তায় আছে। শফিউলকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি, চোটের কারণে হয়তো সে খেলতে পারেনি। তাকে কিন্তু আমরা একেবারে বাইরে রাখিনি। আমাদের ফাস্ট বোলিংয়ে যে পুল আছে সেখানে সে বদলি হিসেবে আছে। নিউজিল্যান্ডে গতিময় উইকেটে খেলতে হবে, এ কারণে তাসকিন কিছুটা এগিয়ে আছে আমার কাছে।’

তাহলে তাসকিনের গতির কাছেই হারলেন শফিউল!