নিখোঁজ ফুটবলারের জন্য মন কাঁদছে ম্যারাডোনারও

ডিয়েগো ম্যারাডোনা। ছবি: টুইটার
ডিয়েগো ম্যারাডোনা। ছবি: টুইটার
>সোমবার ফ্রান্স থেকে কার্ডিফে যাওয়ার সময় বিমান পথে নিখোঁজ হন আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানেও খোঁজ মেলেনি তাঁর

উদ্ধার অভিযানের তৃতীয় দিন চলছে, কিন্তু খোঁজ মেলেনি আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার। কিংবা তাঁকে বহনকারি বিমানটির। ইংলিশ চ্যানেলে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে সালাকে ফিরে পেতে বিলাপ চলছে ফুটবল বিশ্বে। এই প্রার্থনায় যোগ দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও।

নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ সিটিতে। বিশ্বের অন্যতম সেরা লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন নিয়ে সালা প্লেনে পাড়ি দিচ্ছিলেন ইংলিশ চ্যানেল। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। যে বিমানে ছিলেন, সোমবার যাত্রা শুরু করার পর বিমানটির কোনো হদিস মিলছে না। গার্নসের পুলিশ এখনো বিমানটির কোনো হদিস বের করতে পারেনি। ক্যাপ্টেন ডেভিড বার্কার স্বীকার করেছেন, বিমানে থাকা যাত্রীদের ‘জীবিত উদ্ধারের সম্ভাবনা শূন্যের কোটায়’। বিমানটিতে ছিলেন পাইলট ডেভিড ইবোটসন ও সালা।

নিজের দেশের সম্ভাবনাময় ফুটবলারের এই দুর্ঘটনায় সমব্যথী আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা, ‘আমি ভাবতেই পারছি না, সালার পরিবার এখন কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমার এবং সবার একটাই প্রার্থনা যে তুমি ভিন্ন একটি এয়ারপোর্টে অবতরণ করেছ।’

পাইপার পিএ-৪৬ মালিবু জেটে ফ্রান্স থেকে ওয়েলসের পথে যাত্রা করেন সালা। বিমান যাত্রা শুরুর ঘণ্টা খানেক পর পাইলট ইবোটসন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ করতে সক্ষম হন। এর কিছুক্ষণ পরই সেই বিমান সিগনালের বাইরে চলে যাওয়ায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। গার্নসের পুলিশ ইংলিশ চ্যানেলের সকল উপকূলেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে অডিও বার্তায় নিজের এই বিপদের কথা অডিও বার্তার মাধ্যমে কাছের মানুষদের জানান সালা। সেটিই তাঁর কাছ থেকে শেষ বার্তা। এই দুর্ঘটনার পেছনে মাফিয়াদের হাত থাকতে পারে বলে মনে করেন সালার সাবেক প্রেমিকা বেরেনিস শাকাইর। এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। শাকাইরের ভাষ্য, ‘যদি ঘুম থেকে উঠে শুনতাম এসব মিথ্যা। আমার সবচেয়ে বড় অনুশোচনা থেকে যাবে যে তুমি আমাকে যে জীবন দিয়েছিলে সেটি নিয়ে তোমাকে কখনো কিছু বলা হয়নি। আমি তোমাকে ভালোবাসি।’