সৌম্য ছাড়াই রাজশাহী, জ্যাসন রয়কে নিয়ে সিলেট

জ্যাসন রয় আজ খেলছেন সিলেট সিক্মার্সে। ছবি: প্রথম আলো
জ্যাসন রয় আজ খেলছেন সিলেট সিক্মার্সে। ছবি: প্রথম আলো
>

বিপিএলে আজ রাজশাহী কিংসের দলে সুযোগ পাননি সৌম্য সরকার। জ্যাসন রয়কে নিয়ে একাদশ গঠন করেছে সিলেট সিক্সার্স

ডেভিড ওয়ার্নার থাকলে এমন সমস্যা হতো না। দেশে উড়াল দেওয়ার আগে বিপিএলে সিলেট সির্ক্সাসের নেতৃত্বভার সামলেছেন এই অস্ট্রেলিয়ান। ওয়ার্নার যাওয়ার পর সিলেটের সর্বশেষ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি পেসার সোহেল তানভীর। আজ অবশ্য নেতৃত্ব পাল্টে চমকই উপহার দিয়েছে সিলেট টিম ম্যানেজমেন্ট। রাজশাহী কিংসের বিপক্ষে আজ সিলেটের নেতৃত্বে অলক কাপালি। বিপিএলে অধিনায়ক কাপালির শুরুটা হলো অবশ্য হার দিয়ে। টস হেরে ব্যাটিং পেয়েছেন কাপালি।

বাজে ফর্মে থাকা সৌম্য সরকার আজ সুযোগ পাননি রাজশাহীর একাদশে। ফজলে রাব্বিকে ফিরিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট। বিপিএলে এবার মোটেও ভালো করতে পারছেন না সৌম্য। ওয়ার্নারের বিকল্প হিসেবে ইংলিশ ওপেনার জ্যাসন রয়কে উড়িয়ে এনেছিল সিলেট। তাঁকে নিয়েই আজ একাদশ গঠন করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। এ ম্যাচ দিয়েই এবার বিপিএলে রানের অভিযান শুরু করবেন রোমাঞ্চকর এই ব্যাটসম্যান। বোলিং বিভাগেও পরিবর্তন এনেছে সিলেট। পেসার এবাদত হোসেন ও স্পিনার নাবিল সামাদকে নিয়ে একাদশ গঠন করেছে দলটি।