গেইল ঘুমে কিন্তু হেলস-রুশো তো জেগে!

হেলস-রুশোয় পিষ্ট চিটাগং বোলাররা। ছবি: প্রথম আলো
হেলস-রুশোয় পিষ্ট চিটাগং বোলাররা। ছবি: প্রথম আলো
>গেইলের বিস্ফোরণ এখনো সেভাবে দেখা যায়নি। তবে প্রতিপক্ষের বোলারদের তাণ্ডব চালিয়ে গেছেন হেলস-রুশো। দুজনের সৌজন্যে বিপিএল প্রথমবারের মতো দেখল জোড়া সেঞ্চুরি, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে তৃতীয়। আর রংপুর পেয়েছে ৪ উইকেটে ২৩৯ রানের স্কোর, যেটি বিপিএল ইতিহাসেই সর্বোচ্চ।

ক্রিস গেইল আপাতত ঘুমে। দুপুরের ম্যাচেও ঘুমিয়ে থাকেন। সন্ধ্যার ম্যাচেও তা-ই! ২২ জানুয়ারি শুধু খুলনা টাইটানসের বিপক্ষে একটু জেগেছিলেন। ৪০ বলে ৫৫ রান করে আবার তিনি শীতনিদ্রায়। বিপিএলে ৭ ম্যাচে ১৩ গড়ে ক্যারিবীয় ওপেনারের রান ৯৬।

গেইল ঘুমিয়ে থাকলে কী, জেগে তো আছেন অ্যালেক্স হেলস-রাইলি রুশো। পুরো টুর্নামেন্টে গেইল এখনো ১০০ করতে না পারলেও হেলস আর রুশো দুজনই আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষেই সেঞ্চুরি করেছেন! চট্টগ্রামের দর্শকদের সামনে চিটাগং বোলারদের কচুকাটা করতে প্রথমে হেলসকে সহায়তা করে গেছেন এবারের বিপিএল স্বপ্নের মতো কাটানো রুশো। দুজন যেভাবে ইচ্ছে সেভাবেই পিটিয়েছেন চিটাগং বোলারদের। গড়েছেন এই বিপিএলে সর্বোচ্চ ১৭৪ রানের জুটি। আর এতে রংপুর পেয়েছে ৪ উইকেটে ২৩৯ রানের বিশাল স্কোর। যেটি বিপিএল ইতিহাসেই সর্বোচ্চ।