জবাবটা ভালোই দিল বার্সেলোনা

লিগে সর্বোচ্চ গোল করেন মেসি। আজ ছিল তাঁর ১৯তম গোল। ছবি: এএফপি
লিগে সর্বোচ্চ গোল করেন মেসি। আজ ছিল তাঁর ১৯তম গোল। ছবি: এএফপি
>লা লিগায় জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। গোল করেছেন মেসি ও সেমেদো।

প্রথম পর্বে নিজেদের মাঠে পয়েন্ট হারানোর দগদগে ঘা শুকিয়ে যায়নি বার্সেলোনা সমর্থকদের মন থেকে। জিরোনার মাঠে গিয়েই দিয়েছে জবাবটা। বার্সেলোনা জিতেছে ২-০ গোলের ব্যবধানে। 

ম্যাচের নবম মিনিটেই স্বাগতিকদের বুকে কোপ দেয় বার্সেলোনা। জিরোনার রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে সেমেদোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। সুয়ারেজের শট ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান সেমেদো। সেটাকে জালে পাঠাতে খুব বেশি বেগ পেতে হয়নি বার্সেলোনার পর্তুগীজ এই ডিফেন্ডারকে। এরপর ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলে কাতালানরাই। বল দখলেও এগিয়ে ছিল মেসি-সুয়ারেজরা। ১৬তম মিনিটে কুতিনহোর শট জিরোনার রক্ষণের খেলোয়াড় আটকে না দিলে ব্যবধান দ্বিগুণ হতো তখনই।
প্রথমার্ধে বেশ কটি ভালো সুযোগ তৈরি করলেও একটিও কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বার্সা খেলোয়াড়েরাও।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে সুয়ারেজকে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জিরোনার এসপিনোসা। দশজনের দলে পরিণত হওয়া জিরোনাকে এরপর পেয়ে বসে বার্সেলোনা। ৬৮তম মিনিটে বল জালে জড়ান মেসি। আলবার বাড়ানো বল ফাঁকায় পেয়ে জয় নিশ্চিত করেন মেসি।

২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৪৪ পয়েন্ট, ১৩ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট ২৪।