বিপিএলে হ্যাটট্রিক
পাঁচ আসরে দুই, এক আসরেই তিন
খেলা ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬
আপডেট:
৩১ জানুয়ারি ২০১৯, ১২:৪০
২০১২ সালে প্রথম আসরেই হ্যাটট্রিক দেখেছিল বিপিএল সে আসরের ১৪তম ম্যাচে। বিপিএলের দ্বিতীয় আসরে কোনো হ্যাটট্রিক হয়নি। হ্যাটট্রিক হলো তৃতীয় আসরে। চতুর্থ ও পঞ্চম আসরেও হলো না কোনো হ্যাটট্রিক। সেই খরা ঘুচিয়ে দিতে এবার এক আসরেই তিন তিনটা হ্যাটট্রিক! টুর্নামেন্ট তো এখনো বাকি!
* বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানি বোলার মোহাম্মদ সামি, দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। * প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন আল-আমিন হোসেন, ২০১৫ আসরে। * এবারের আসরে তৃতীয় হ্যাটট্রিক করা রাসেলের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটি তৃতীয় হ্যাটট্রিক। * এ নিয়ে টি-টোয়েন্টিতে ১০৯টি হ্যাটট্রিক হলো। * রাসেল ছাড়াও তিনটি করে হ্যাটট্রিক আছে অমিত মিশ্র ও অ্যান্ড্রু টাইয়ের। * দুটি করে হ্যাটট্রিক করেছেন আল-আমিন হোসেন, এলজে কুশ, টিম সাউদি ও যুবরাজ সিং। * এর মধ্যে আল-আমিন একবার চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক আর আছে আন্দ্রে রাসেলের।
বিপিএলে হ্যাটট্রিক
বোলার
দল
প্রতিপক্ষ
তারিখ
মোহাম্মদ সামি
দুরন্ত রাজশাহী
ঢাকা গ্ল্যাডিয়েটর্স
১৪ ফেব্রুয়ারি ২০১২
আল আমিন হোসেন
বরিশাল বুলস
সিলেট সুপার স্টারস
২৪ নভেম্বর ২০১৫
আলিস ইসলাম
ঢাকা ডায়নামাইটস
রংপুর রাইডার্স
১১ জানুয়ারি ২০১৯
ওয়াহাব রিয়াজ
কুমিল্লা ভিক্টোরিয়ানস
খুলনা টাইটানস
২৮ জানুয়ারি ২০১৯
আন্দ্রে রাসেল
ঢাকা ডায়নামাইটস
চিটাগং ভাইকিংস
৩০ জানুয়ারি ২০১৯
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে