ভারতকে 'ইট' মেরে 'পাটকেল' খেলেন ভন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ছবি: এএফপি
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ছবি: এএফপি
>হ্যামিল্টনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাত্র ৯২ রানে অলআউট হয় ভারত। এ নিয়ে টুইট করে ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, বিশ্লেষক ও ধারাভাষ্যকার মাইকেল ভন

বেচারা মাইকেল ভন। না হয় একটু মজা করতে চেয়েছিলেন। ভারতের সমর্থকদের তা সহ্য হয়নি। দল গুটিয়ে গেছে এক শ রানের নিচে। তা নিয়ে ভনের ওই উক্তি তো কাটা ঘায়ে নুনের ছিটা! ভারতের সমর্থকেরা তাই মোটেই চুপ থাকেননি। টুইটারেই ক্রমাগত কথার ইয়র্কারে সাবেক ইংল্যান্ড অধিনায়ককে ‘বোল্ড আউট’ করেছেন ভারতীয় সমর্থকেরা।

এসব কিছুই ঘটত না যদি হ্যামিল্টনে আজ ভারতের ব্যাটসম্যানেরা দাঁড়াতে পারতেন। সিরিজের চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। খুব সহজেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ভারত এতটাই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল যে ইনিংসে সর্বোচ্চ স্কোরার দশে ব্যাট করতে নামা যুজবেন্দ্র চাহাল—১৮! সাম্প্রতিক বছরগুলোয় ভারত কখনোই এত বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েনি। আর এই ব্যাপারটাই অবাক করেছে ভনকে। মজা করা কিংবা খোঁচা—যে কারণেই হোক ভন মনে করেন, হাল আমলের ক্রিকেটে কোনো দলের এক শ রানের নিচে গুটিয়ে যাওয়া স্রেফ অবিশ্বাস্য ব্যাপার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাই সাবেক এই ব্যাটসম্যানের টুইট, ‘৯২ রানে অলআউট...এখন কোনো দল ১০০ রানের নিচে গুটিয়ে যেতে পারে বিশ্বাস হচ্ছে না।’

ভনের সেই টুইট। এ নিয়ে ভারতের সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। ছবি: টুইটার
ভনের সেই টুইট। এ নিয়ে ভারতের সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। ছবি: টুইটার

ব্যস, আর যায় কোথায়! ভনের টুইটের জবাব দিতে সঙ্গে সঙ্গে হামলে পড়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। মোক্ষম জবাব তো তাঁদের সামনে ছিল-ই। আর তা তৈরি করে রেখেছে স্বয়ং ইংল্যান্ড দল। গত সপ্তাহে ব্রিজটাউনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ভনকে তা মনে করিয়ে দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। একজনের জবাব, ‘এখন কেউ ৭৭ রানে অলআউট হতে পারে সেটি-ও বিশ্বাস হয় না।’ আরেকজনের জবাব, ‘কোহলি ও ধোনিকে ছাড়া ভারত র‌্যাঙ্কিংয়ে তৃতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছে। আর পূর্ণশক্তির ইংল্যান্ড ৭৭ রানে গুটিয়ে গেছে র‌্যাঙ্কিংয়ে অষ্টম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...বিশ্বাস হয় না।’

এখানেই শেষ নয়। ইংল্যান্ডকে ‘ক্রিকেটের জনক’—কথাটা স্মরণ করিয়ে দিয়ে খোঁচাও দিয়েছেন এক ভারতীয় সমর্থক, ‘কিছুদিন আগে একটি দল (যাঁরা আবার ক্রিকেটের জনক) মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে...সেটিও টেস্টে...বিশ্বাস হয় না। ’ আরেক ভক্তের জবাব, ‘হ্যাঁ, স্কোরটি বাজে তবে ৭৭ রানের চেয়ে বেশি। আপনি কি ওটা নিয়ে টুইট করেছিলেন?’