পাকিস্তান অধিনায়ক ফিরবেন আরও 'ভালো' হয়ে

ভালো হয়ে ফেরার কথা বলছেন সরফরাজ। ছবি: এএফপি
ভালো হয়ে ফেরার কথা বলছেন সরফরাজ। ছবি: এএফপি

এমনিতেই শান্তশিষ্ট মনে হয় সরফরাজ আহমেদকে। কারও সঙ্গে কখনো বাদানুবাদে জড়িয়েছেন, এমনটাও শোনা যায়নি কখনো। সেই সরফরাজই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আন্দিলে ফিকোয়াওকে বর্ণবাদী মন্তব্যে বিদ্ধ করে চার ম্যাচ নিষিদ্ধ। আইসিসির শাস্তিটা মেনে নিয়ে পাকিস্তান অধিনায়ক বলছেন, আরও ভালো মানুষ হয়েই ফিরবেন ক্রিকেটে।

দলকে দক্ষিণ আফ্রিকায় রেখে পরশু দেশে ফিরে এসেছেন সরফরাজ। করাচি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন দুই শর বেশি সমর্থক। তাঁদের কারও কারও হাতে ছিল আইসিসির প্রতি নিন্দাসূচক প্ল্যাকার্ড। গত মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ফিকোয়াওকে বর্ণবাদী মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পারেন সরফরাজ। দক্ষিণ আফ্রিকা এবং বোলার ফিকোয়াওর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। ফিকোয়াও এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি তাঁকে ক্ষমাও করে দিয়েছেন।

তারপরও দুটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টির নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আইসিসির সমালোচনা করেছে পিসিবি। সমর্থকেরা আইসিসিকে দুষলেও করাচি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সরফরাজ বললেন, ‘যা ঘটে গেছে, সেটি অতীত। আমি আমার দোষ স্বীকার করেছি এবং আইসিসির শাস্তি মেনে নিয়েছি।’ নিষেধাজ্ঞা কাটিয়ে ভালো মানুষ হয়েই ফিরতে চান পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘আমাকে আরও (মানুষ হিসেবে) ভালো হতে হবে। পারফরম্যান্সটাও ভালো করতে হবে ভবিষ্যতে। আমার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ।’

চার ম্যাচ নিষিদ্ধ থাকার পাশাপাশি বর্ণবাদবিরোধী সচেতনতা বাড়াতে আইসিসির বিশেষ একটি কর্মশালাতেও অংশ নিতে হবে সরফরাজকে। পিসিবি চাইলে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেও থাকতে পারতেন সরফরাজ। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার পিসিবির সিদ্ধান্তটাকে সমর্থনই করছেন পাকিস্তান অধিনায়ক, ‘এর মধ্যে ভিন্ন কিছু দেখি না আমি। গত পাঁচ মাস টানা খেলে যাচ্ছি আমি। পাকিস্তান সুপার লিগে খেলার আগে আমি বিশ্রাম নিতে পারব। ১৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ।’

শুধু ফিকোয়াওকেই নয়, বর্ণবাদী সেই মন্তব্যে নাকি দক্ষিণ আফ্রিকান পেসারের মাকেও অসম্মান করা হয়েছিল। এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ তো কড়া সমালোচনাও করেছেন সরফরাজের। শোয়েব আখতার বলেছেন, পাকিস্তানকে নেতৃত্ব দেয় এমন কারও মুখে বর্ণবাদী মন্তব্য মেনে নেওয়া যায় না।
সরফরাজের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শোয়েব মালিক। তবে ওয়াসিম আকরাম মনে করেন, বিশ্বকাপের আগে সরফরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে পিসিবি ভুল করবে না, ‘অধিনায়ক পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় আমাদের নেই। সে আবেগ নিয়ে অধিনায়কত্ব করে। তা ছাড়া দলে বিকল্প কেউ নেইও।’