ভারত-পাকিস্তানের সঙ্গে খেলে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইল ছবি
ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইল ছবি

৩০ মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময় জুড়ে চলবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। তবে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলোয়াড়দের বিশ্বকাপ ভাবনা শুরু হচ্ছে তারও আগে। বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই হচ্ছে বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তবেই মূল বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

আইসিসি আজ বিশ্বকাপের আগে প্রস্তুতি বা গা-গরমের ম্যাচের সূচিও জানিয়ে দিয়েছে। ২৪ থেকে ২৮ মে—এ সময়ে সবগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এ দুই ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ও গত চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তানকে। এর মাঝে আইসিসি বাংলাদেশ-ভারত ম্যাচকে বড় ম্যাচ বলেই আলাদাভাবে উল্লেখ করেছে। বাংলাদেশের দুটি ম্যাচই হবে কার্ডিফে।

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্দি জানিয়েছেন, ‘এ ম্যাচগুলো সমর্থকদের বিশ্বসেরা তারকাদের নিজের মাঠে দেখার সুযোগ দেবে।’ এ ম্যাচগুলো দেখতে চাইলেও টিকিট কাটতে হবে সমর্থকদের। প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে এপ্রিল থেকে।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি:

২৬ মে: বাংলাদেশ-পাকিস্তান, কার্ডিফ স্টেডিয়াম
২৮ মে: বাংলাদেশ-ভারত, কার্ডিফ স্টেডিয়াম