বিপিএলের শেষ রাউন্ডে কে কার মুখোমুখি

>
সাকিব আল হাসানের দল বিপিএলটা দাপটের সঙ্গে শুরু করলেও পরে পথ হারিয়েছে। ছবি: প্রথম আলো
সাকিব আল হাসানের দল বিপিএলটা দাপটের সঙ্গে শুরু করলেও পরে পথ হারিয়েছে। ছবি: প্রথম আলো

বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ৪ ফেব্রুয়ারি দুটি ম্যাচ। মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস এবং রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস

বিপিএলের আসল রোমাঞ্চ শুরু হচ্ছে আগামীকাল। কাল যে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে চার দল। দিনের প্রথম ম্যাচ এলিমেনেটর। হারলেই বিদায়, জিতলেও ফাইনাল নিশ্চিত নয়—এমন ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ৩ আর ৪ নম্বর। অর্থাৎ চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। দিনের পরের ম্যাচ কোয়ালিফায়ার। জিতলেই ফাইনাল, হারলেও বিদায় নয়—এমন ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিপিএলের ফরম্যাটটা আইপিএলের মতোই। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পায়। কোয়ালিফায়ারে হেরে গেলেও একেবারেই সব শেষ নয়। তারা আরও একটি কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল আর এলিমেনেটরের বিজয়ী দল মুখোমুখি হয় দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল মুখোমুখি হয় ফাইনালে। এবারের বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ৬ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ ফেব্রুয়ারি। সব কটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বিপিএল চূড়ান্ত পর্বের সূচি

৪ ফেব্রুয়ারি

১ম এলিমিনেটর: চিটাগং–ঢাকা

 

বেলা ১–৩০ মি.

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

১ম কোয়ালিফায়ার:  রংপুর–কুমিল্লা

সন্ধ্যা ৬–৩০ মি.

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

৬ ফেব্রুয়ারি

 

২য় কোয়ালিফায়ার

 

সন্ধ্যা ৬–৩০ মি.

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

৮ ফেব্রুয়ারি

 

ফাইনাল

 

সন্ধ্যা ৭টা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

বিপিএলের পয়েন্ট তালিকা

দল

ম্যাচ

জয়

 হার

পয়েন্ট

নে.রা.রে.

রংপুর রাইডার্স

১২

১৬

১.০১৮

কুমিল্লা ভিক্টোরিয়ানস

১২

১৬

০.০৬৬

চিটাগং ভাইকিংস

১২

১৪

–০.২৯৩

ঢাকা ডায়নামাইটস

১২

১২

০.৯৭৪

রাজশাহী কিংস

১২

১২

–০.৫১৮

সিলেট সিক্সার্স

১২

১০

০.০৬৬

খুলনা টাইটানস

১২

১০

–১.২৫৯