রুবেলের সংবাদ সম্মেলনে আসতে 'চমৎকার' লাগে!

আজ দুর্দান্ত বোলিং করেছেন রুবেল। ছবি: প্রথম আলো
আজ দুর্দান্ত বোলিং করেছেন রুবেল। ছবি: প্রথম আলো

আগের ম্যাচেও ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন রুবেল হোসেন। বুধবারও এলেন। বিপিএলের শেষ দিকে এসে রুবেল ধারাবাহিক ভালো বোলিং করছেন। দলের মুখ হয়ে তিনি আসতেই পারেন। তবে আজ এসেছেন অন্যরকম ভালো লাগা নিয়ে।

দুর্দান্ত বোলিং করেছেন। পাওয়ার প্লেতেই রংপুর রাইডার্সের দুই ব্যাটিং ভরসা ক্রিস গেইল ও রাইলি রুশোকে পর পর দুই বলে আউট করে পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। সুযোগটা কাজে লাগাতে না পারলেও পুরো ইনিংসে অসাধারণ বোলিং করেছেন। ৩.৪ ওভারে ১ মেডেন দিয়ে ২৩ রানে পেয়েছেন ৪ উইকেট। হাতে উঠেছে ম্যাচসেরা পুরস্কারও। ভালো বোলিং করছেন, দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে তাঁকেই পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেমন লাগছে? লাজুক স্বভাবের রুবেল দুই শব্দে বললেন, ‘চমৎকার লাগছে!’ রুবেলের ‘চমৎকার’ লেগেছে আজ গেইলকে আউট করেও।

গতবারের রংপুরের সঙ্গে এবার ঢাকার একটা জায়গায় মিলে যাচ্ছে। গত বিপিএলে রংপুর শেষ চারে উঠেছিল অনেক কষ্টে। পরে তারাই হলো চ্যাম্পিয়ন। এবার ঢাকাও একইভাবে উঠেছে ফাইনালে। রংপুরের মতো ঢাকাও কি তবে চ্যাম্পিয়ন? ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে কষ্টেসৃষ্টে শেষ চারে ওঠাটা ইতিবাচকভাবেই দেখছেন রুবেল, ‘সব কিছু কষ্ট করে অর্জন করা ভালো। টানা পাঁচ ম্যাচ হেরে মানসিকভাবে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। সামনের ম্যাচটা (ফাইনালে) ভালো খেলতে পারলে ভালো ফল হবে আশা করি।’