কুম্বলের ১০ উইকেটের অবিশ্বাস্য কীর্তির ২০

জিম লেকারের পর কুম্বলেই টেস্ট ম্যাচের এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন (ছবি - টুইটার)
জিম লেকারের পর কুম্বলেই টেস্ট ম্যাচের এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন (ছবি - টুইটার)
>অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার কীর্তির কথা মনে আছে? ২০ বছর আগে এই দিনেই দিল্লির ফিরোজ শাহ কোটলায় কুম্বলের ঘূর্ণিতে কুপোকাত হয়েছিল পাকিস্তানের প্রত্যেক ব্যাটসম্যান।

প্রতিপক্ষ পাকিস্তানে তখন সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি, ইজাজ আহমেদ, ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ, সেলিম মালিক, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক, ওয়াকার ইউনিসের মতো তারকার ছড়াছড়ি। তা নিয়ে ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলের ভাবতে বয়েই গেছে! আজকের এই দিনে ভারত-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই তারকাবহুল পাকিস্তানের সব ব্যাটসম্যানকে একাই আউট করে অমর কীর্তি গড়েছিলেন কুম্বলে। ২০ বছর পেরিয়ে গেছে সে ঘটনার, অথচ এখনো স্মৃতির পাতায় সমুজ্জ্বল।

ভক্ত-সমর্থকদের মতো কুম্বলের স্মৃতিতেও সমুজ্জ্বল হয়ে আছে ঘটনাটি, ‘আমি এখনো স্পষ্ট মনে করতে পারি, প্রতি উইকেট আমি কীভাবে পেয়েছিলাম, তখন পরিস্থিতি কেমন ছিল।’ কুম্বলে চাইলেও ঘটনাটা ভুলে যেতে পারেন না, ‘আমি চাইলেও ব্যাপারটা ভুলতে পারি না। যখনই ভুলে যাই, তখনই দেখা যায় আশপাশে থাকা লোকজন আমাকে মনে করিয়ে দিচ্ছে!’

দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে চেন্নাইতে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সিরিজ বাঁচাতে ভারতকে দ্বিতীয় টেস্ট জিততেই হতো। একা কুম্বলের কাছে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার বল করে ৯ মেডেন নিয়ে ৭৪ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে। শেষ ইনিংসে পাকিস্তানের দিকে ৪২০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সাঈদ আনোয়ার আর শহীদ আফ্রিদির ১০১ রানের উদ্বোধনী জুটির পর মনে হয়েছিল, কোনোভাবে হয়তো পাকিস্তান টেস্টটা বাঁচিয়ে ফেলবে। কিন্তু এরপরই শুরু কুম্বলের জাদু।

কুম্বলে বলেছেন, ‘আফ্রিদির উইকেটটা হারানোর সঙ্গে সঙ্গেই যেন ওদের সব প্রতিরোধ ভেঙে গেল। একে একে ইজাজ, ইনজামাম, মঈন, ইউসুফ, আনোয়ার সবাই আউট। এরপরই আমরা চা-বিরতিতে যাই। ঠিক সেই সময়ে চা–বিরতিটা আমার জন্য খুব দরকার ছিল, কেননা আমি হাঁপিয়ে যাচ্ছিলাম।’

এই ইনিংসের আগে কুম্বলের সেরা বোলিং ফিগার ছিল ৪৯ রানে ৭ উইকেট। কুম্বলে নিজেও ভাবেননি ১০ উইকেটের সব পেয়ে যাবেন, ‘বলে রাখা ভালো, ঘুণাক্ষরেও ভাবিনি দশ উইকেট পাব। আমার লক্ষ্যই ছিল আগের ব্যক্তিগত সেরার রেকর্ডকে টপকে নতুন রেকর্ড করা।’

চা-বিরতির পর নেমেই পাকিস্তানের বাকি চারটা উইকেটও কুম্বলেই তুলে নেন। ইংলিশ স্পিনার জিম লেকারের কীর্তির ৪৩ বছর পর বিশ্ব দেখে ইনিংসে দশ উইকেট নেওয়ার আরেক উদাহরণ! টেস্টের প্রায় দেড় শ বছরের ইতিহাসে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি এই দুজনেরই। লেকার অবশ্য যা করেছিলেন, সেটা ক্রিকেটে আর কখনো হবে কি না, সন্দেহ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১৯ উইকেট!