কোহলি দারুণ নেতা, তবে কৌশলগত দিক দিয়ে পিছিয়ে

কোহলিকে কৌশলগত দিক দিয়ে দুর্দান্ত অধিনায়ক মানেন না ওয়ার্ন। ফাইল ছবি
কোহলিকে কৌশলগত দিক দিয়ে দুর্দান্ত অধিনায়ক মানেন না ওয়ার্ন। ফাইল ছবি
বিরাট কোহলিকে খুব ভালো নেতা মনে করেন শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলীয় কিংবদন্তির মতে কৌশলগত দিকে দিয়ে তিনি একটু পিছিয়ে থাকবেন। তবে দলকে উজ্জীবিত করতে কোহলির কোনো জুড়ি নেই।


বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। কিন্তু তিনি কি সেরা অধিনায়ক? এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। শেন ওয়ার্ন যেমন মনে করেন কোহলি কৌশলগত দিক দিয়ে একটু পিছিয়ে আছেন। কিন্তু অস্ট্রেলীয় স্পিন-কিংবদন্তির মনে করেন, নেতা হিসেবে কোহলির ধারে কাছে কেউ নেই। সে এমনই এক নেতা, যে কথা দিয়েই উদ্দীপ্ত, উজ্জীবিত করে তুলতে পারে তাঁর দলের খেলোয়াড়দের। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনাটা জানিয়েছেন। বলেছেন, অধিনায়কত্ব, অধিনায়কত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে, ‘আমি মনে করি কোহলি ভারতীয় দলের দারুণ এক নেতা। কিন্তু নেতৃত্ব, নেতৃত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে। আমি কোহলির দারুণ ভক্ত। আমি মনে করি সে ক্রিকেট খেলাটার জন্য দারুণ একজন প্রতিনিধি, দলকে নেতৃত্বও দেয় চমৎকার। টিম পেইন কিংবা কেন উইলিয়ামসনও কৌশলগত দিক দিয়ে ভালো অধিনায়ক। তবে আমি মনে করি কৌশলগত দিক দিয়ে কে সেরা এটা আলাদা করা খুব মুশকিল। তবে আমি মনে করি “দলীয় নেতা” হিসেবে নিঃসন্দেহে কোহলি অনেকটাই এগিয়ে।’
অনেক কিছু নিয়েই এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ওয়ার্ন। আইপিএল, মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ থেকে বিশ্বকাপ নিয়ে ভাবনা। ধোনি সম্পর্কে সোজা-সাপটাই জানিয়েছেন, ভারতীয় দলে ধোনির অভিজ্ঞতার দরকার আছে, ‘আমি এমএস ধোনিকে অবশ্য ভারতীয় দলে রাখব। আমার মতে, সে ব্যাটিং পজিশনের অনেকগুলি জায়গায় দলকে নির্ভরতা দিতে পারে। চার, পাঁচ, ছয়—পরিস্থিতি বিচারে যেকোনো জায়গায়। সে উইকেটরক্ষক হিসেবেও আমার প্রথম পছন্দ। বিশ্বকাপে সব সময়ই আপনি চাইবেন আপনার দলে অভিজ্ঞ খেলোয়াড়েরা থাকুক। আপনি দলের সেরা খেলোয়াড়েরা পারফরম করুক, এটাই চাইবেন। যদি ভারত এবারের বিশ্বকাপ জিততে চায় তাহলে অবশ্যই কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনিদের ভালো খেলতে হবে। ভালো করতে হবে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাদেরও।’
বিশ্বকাপ সামনেই। কিন্তু এবারের বিশ্বকাপের ফেবারিট কে! ওয়ার্নের মতে ভারত অবশ্যই। তবে সঙ্গে থাকছে ইংল্যান্ডও। নিজেদের মাটিতে খেলা বলেই। কিন্তু অস্ট্রেলীয় কিংবদন্তি নিজের দেশ অস্ট্রেলিয়াকেও একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেননি, ‘আমি মনে করি বিশ্বকাপে ভারত আর ইংল্যান্ড ফেবারিট। এই দুটি দল অনেক দূর যাবে। যদি নির্বাচকেরা ঠিক দলটি নির্বাচিত করতে পারে, যদি স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার দলে ফিরতে পারে। ভালো খেলতে মুখিয়ে থাকা এই দুজনের সঙ্গে যদি মার্কাস স্টইনিস, শন মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা ভালো করতে পারে, তাহলে অস্ট্রেলিয়া অনেককেই চমকে দিতে পারে। আমি মনে করি অস্ট্রেলিয়া সেমিতে উঠবে বিশ্বকাপে।’