নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যত রেকর্ড

রেকর্ড বইয়ে সাকিবের জয়জয়কার। ফাইল ছবি
রেকর্ড বইয়ে সাকিবের জয়জয়কার। ফাইল ছবি
>আগামীকাল সকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ওয়ানডের সিরিজ শেষ করে দুই দল নেমে পড়বে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আসুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কী কী রেকর্ড রয়েছে।

তিন ওয়ানডে আর তিন টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আঙুলের চোটের কারণে শেষ মুহূর্তে সফর শেষ হয়ে গেছে দলের সবচেয়ে বড় ভরসা সাকিব আল হাসানের। সাকিব ছাড়া কীভাবে এই কঠিন সফর পার করতে পারবে বাংলাদেশ, সেটি সময় বলে দেবে। তামিমদের ওপরে এখন বাড়তি দায়িত্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফিদের রেকর্ড কেমন, এ সুযোগে সেগুলি একটু দেখে নেওয়া যাক
সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন : মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল (৯টি)

সবচেয়ে বেশি রান সংগ্রহকারী : সাকিব আল হাসান (৭৬৩)

সর্বোচ্চ স্কোর : সাকিব আল হাসান (২১৭)

সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল (৬)

সবচেয়ে বেশি সেঞ্চুরি : সাকিব আল হাসান ও মুমিনুল হক (২)

সর্বোচ্চ গড় : মুমিনুল হক (১১৫.৭৫)

সর্বোচ্চ স্ট্রাইক রেট: তাপস বৈশ্য (১২৯.৪১)

সবচেয়ে বেশি চার মেরেছেন: সাকিব আল হাসান (১১০)

সবচেয়ে বেশি ছয় মেরেছেন: মাশরাফি বিন মুর্তজা (৭)

সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (২৬)

সবচেয়ে বেশি বল করেছেন : সাকিব আল হাসান (২৯৬.২ ওভার)

ইনিংসে সেরা বোলিং : সাকিব আল হাসান (৭/৩৬)

ম্যাচে সেরা বোলিং : সাকিব আল হাসান (৯/১১৯)

সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট : সাকিব আল হাসান (২)

ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ বোলিং গড় : মোহাম্মদ রফিক (২৮.০০)

ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ইকোনমি : মোহাম্মদ রফিক (২.২০)

সবচেয়ে বেশি মেডেন : সাকিব আল হাসান (৬৬)

সবচেয়ে বেশি ক্যাচ : ইমরুল কায়েস (৭)

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশি খেলোয়াড়দের রেকর্ডও দেখে নিন।
সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন : মুশফিকুর রহিম (১৭)

সবচেয়ে বেশি রান সংগ্রহকারী : ইমরুল কায়েস (৪১১)

সর্বোচ্চ স্কোর : সাকিব আল হাসান (১০৬)

সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল (৪)

সবচেয়ে বেশি সেঞ্চুরি : ইমরুল কায়েস ও সাকিব আল হাসান (১)

ন্যূনতম ৫ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় : ইমরুল কায়েস (৩৭.৩৬)

ন্যূনতম ৫ ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট : মাশরাফি বিন মুর্তজা (৮৩.৮৬)

সবচেয়ে বেশি চার মেরেছেন : তামিম ইকবাল (৪৮)

সবচেয়ে বেশি ছয় মেরেছেন : মুশফিকুর রহিম (৮)

সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (২৯)

সবচেয়ে বেশি বল করেছেন : সাকিব আল হাসান (৮২৬)

ম্যাচ সেরা বোলিং : রুবেল হোসেন (৬/২৬)

সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট : রুবেল হোসেন ও আফতাব আহমেদ (১)

ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ইকোনমি : সোহরাওয়ার্দী শুভ (৩.২১)

ন্যূনতম ৫ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ বোলিং গড় : আফতাব আহমেদ (১১.১৬)

সবচেয়ে বেশি মেডেন : মাশরাফি বিন মুর্তজা (৯)

সবচেয়ে বেশি ক্যাচ : মাহমুদউল্লাহ রিয়াদ (৬)