সোহেলের ভুলের পর জীবনের জোড়া গোল

নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোল আজ বাঁচিয়েছে আবাহনীকে। ছবি: বাফুফে
নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোল আজ বাঁচিয়েছে আবাহনীকে। ছবি: বাফুফে
>গোলরক্ষক সোহেলের ভুলে আরামবাগের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী । মূলত জোড়া গোল করে সোহেলের ‘পাপ’ মোচন করেছেন নাবিব নেওয়াজ জীবন।
সাফে নেপালের বিপক্ষে বাজে গোল খেয়েছিলেন সোহেল। আজ ময়মনসিংহেও একই ভুলের পুনরাবৃত্তি তাঁর। ফাইল ছবি
সাফে নেপালের বিপক্ষে বাজে গোল খেয়েছিলেন সোহেল। আজ ময়মনসিংহেও একই ভুলের পুনরাবৃত্তি তাঁর। ফাইল ছবি

গত সেপ্টেম্বর সাফ ফুটবলে নেপালের বিপক্ষে খুব বাজে একটা গোল খেয়েছিলেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। সে ভুলই নেপালের বিপক্ষে বাংলাদেশের হারের বড় কারণ ছিল। প্রথম দুটি ম্যাচে জিতেও ওই এক হারে সেমির আগেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। শহীদুল অমন ভুল করেই চলেছেন। আজ ময়মনসিংহে প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগের বিপক্ষে তাঁর ভুলেই হারতে বসেছিল আবাহনী লিমিটেড। তবে নাবিব নেওয়াজ জীবনের জোড়া গোলে আবাহনী শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ২-১ গোলে।
নিজেদের মাঠ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোহেলের ভুলেই ১৪ মিনিটে এগিয়ে যায় আরামবাগ। বক্সের বাইরে থেকে নেওয়া আরিফুর রহমানের শট গ্রিপে নিতে গিয়ে ভুল করে বসেন তিনি। হাত ফসকে বল চলে যায় গোলে। বিরতিতে যাওয়ার আগেই ছয় মিনিটের ব্যবধানে আবাহনীকে সমতায় ফিরিয়েই এগিয়ে নিয়েছেন নাবিব নেওয়াজ। ৩২ মিনিটে সমতায় ফেরার পর ৩৮ মিনিটে হয় জয়সূচক গোলটি। এই নিয়ে লিগে ৫ গোল করে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার বাল্লো ফামুসার সঙ্গে যৌথভাবে গোলদাতার শীর্ষে জাতীয় দলের এই স্ট্রাইকার।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ।