কোনো অজুহাত নেই মাশরাফির

২৩২ রান লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না, বলেছেন মাশরাফি। ছবি: এএফপি
২৩২ রান লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না, বলেছেন মাশরাফি। ছবি: এএফপি
>মাশরাফি বিন মুর্তজা কোনো অজুহাত দিতে চাইলেন না। ব্যাটিং–ব্যর্থতার কারণেই এই হার, সোজাসাপটাই জানিয়েছেন। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে যে কমপক্ষে এক সপ্তাহ আগে সেখানে যাওয়া উচিত ছিল, সেটাও বলতে ভোলেননি তিনি।

এমন ব্যাটিং-প্রদর্শনীর পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আসলে বলার তেমন কিছুই ছিল না। তিনি খুব বেশি কিছু বললেনও না। কোনো অজুহাত দিলেন না। বললেন ব্যাটিং নিয়ে নতুন করে বাড়তি কাজ করার কথা।
নেপিয়ারে আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা যে উইকেটে হলো, সেটিতে ব্যাটসম্যানদের জন্য অনেক কিছুই ছিল। টসে জিতে মাশরাফি ব্যাটিংই নিয়েছিলেন। কিন্তু এমন সহায়ক উইকেটে কিনা ব্যর্থ বাংলাদেশি ব্যাটসম্যানরা। মোহাম্মদ মিঠুন আর সাইফউদ্দিনের সেই ৮৪ রানের জুটিটা না হলে কী হতো, সেটি ভাবাও যাচ্ছে না।
মিঠুন-সাইফউদ্দিনের জুটিটার কল্যাণেই খেলাটা এত দূর এগোল। নয়তো ৩০-৩২ ওভারেই গুটিয়ে যাওয়ার কথা বাংলাদেশের। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং-ব্যর্থতার কথাই আগে বললেন অধিনায়ক, ‘আমরা ব্যাটিংয়ে খারাপ করেছি। শুরুতেই বেশি উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের এখন ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

ব্যাটিং নিয়ে কাজ করার ব্যাপারটি আছে। কিন্তু নিউজিল্যান্ড সফরে এসে তো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগই বাংলাদেশের ক্রিকেটাররা পাননি। তিন ভাগে নিউজিল্যান্ডে এসে ওয়ানডের প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছে দ্রুতই। ম্যাচটা যখন হচ্ছে, তখন বাংলাদেশ দলের একটি অংশ আকাশে, নিউজিল্যান্ডের পথে উড়োজাহাজে। কোনো মতে একটা একাদশ দাঁড় করিয়ে প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছে। মাশরাফি কোনো অজুহাত দেবেন না বলেও এই ব্যাপারটা তুলে ধরলেন, ‘এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিন। দেশের সঙ্গে সাত ঘণ্টার সময়ের পার্থক্য। কমপক্ষে এক সপ্তাহ আগে এখানে এলে ভালো হতো। কন্ডিশনের সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম।’

ব্যাটসম্যানদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসা করতে ভোলেননি মাশরাফি, তবে ২৩২ রানটা যে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সহায়ক কন্ডিশনে কিছুই নয়, সেটি স্পষ্ট করেই বলে দিয়েছেন তিনি, ‘তুলনামূলকভাবে বোলিংটা আজ ভালো হয়েছে। কিন্তু ২৩২ রানটা তো কোনোমতেই যথেষ্ট ছিল না।’