ভালো উইকেটেও বাংলাদেশের এমন দশা কেন?

নিউজিল্যান্ড সফরে দৃশ্যটা নিয়মিত হয়ে যাচ্ছে। ছবি: এএফপি
নিউজিল্যান্ড সফরে দৃশ্যটা নিয়মিত হয়ে যাচ্ছে। ছবি: এএফপি
>
  • বাংলাদেশ: ২২৬
  • নিউজিল্যান্ড: ৩৬.১ ওভারে ২২৯/২

মার্টিন গাপটিল বেশ কয়বার কথাটা বললেন। এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। এ কারণে ক্রাইস্টচার্চের উইকেটে ব্যাট করতে তাঁর সব সময় ভালো লাগে। ভালো যে লাগে সেটা তো আজকের ইনিংসেই বোঝা গেছে। ৮৮ বলের ইনিংসে ১৮ বার বল সীমানা ছাড়া করেছেন। ২৯তম ওভারেই আউট হয়ে যাওয়ার সময়ও তাই নামের পাশে ১১৮ রান। যদিও হেগলি ওভালের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো, এ দাবির পক্ষে বাংলাদেশের ইনিংস দেখে বলা যাচ্ছিল না।

ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটেই প্রায় ৫০ ওভার খেলেও বাংলাদেশের রান ২২৬। ১৬ রানে দুই ওপেনারের বিদায়ে সেই যে ধাক্কা খেয়েছে, সেটা আর ইনিংসের বাকি সময় কাটিয়ে উঠতে পারেনি দল। ১০০ ছোঁয়ার আগেই দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান বিদায় নিয়েছেন। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। কিন্তু ১৭টি ওয়াইড বল দিয়ে এবং চারটি ক্যাচ হাতছাড়া করে নিউজিল্যান্ড দলের আতিথেয়তার চূড়ান্তই করেছে। তবু মিঠুন ও সাব্বির না দাঁড়াতে পারলে আজ আরও বড় ব্যবধানে হারতে হতো বাংলাদেশকে। সাব্বির-মিঠুনের লড়াইও অবশ্য প্রথম ম্যাচের চেয়ে কম রানে গুটিয়ে যাওয়া আটকাতে পারেনি।

অথচ টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হওয়া গাপটিল বলছেন, প্রথম ম্যাচের চেয়েও ভালো উইকেট ছিল আজ, ‘আজ নেপিয়ারের চেয়ে শুরুটা দ্রুত হয়েছিল। ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। আজ শুরুতেই তুলে মারা যাচ্ছিল, আমি সেটাই ধরে রাখার চেষ্টা করেছি। বলের লাইনেই মারা যাচ্ছিল। খুব কম বলই থেমে এসেছে। ফলে বল খেলতে বেশি আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছিল। আমরা আজ ঝোড়ো শুরু পেয়েছি। এটাই ম্যাচ দ্রুত শেষ করায় ভূমিকা রেখেছে। ’

গাপটিলের কাছে ‘এ প্লাস’ পাওয়া সে উইকেটেও বাংলাদেশের টপ অর্ডার খাবি খেয়েছে। এর পেছনে সাব্বির কোনো কারণ দেখতে না পেলেও গাপটিল দুটি কারণ খুঁজে পেয়েছেন। আর সে সুবাদেই বাংলাদেশকে ধবল ধোলাই করার আশা পাচ্ছেন, ‘আমরা সব সময় ৩-০ ব্যবধানে জিততে চাই। বাংলাদেশ খুবই ভালো দল তবু এখানে এসে ভালো করা সব সময়ই কঠিন। আমার সব সময় মনে হয়েছে এ সিরিজে আমরাই এগিয়ে থাকব। আর বোলাররাই ম্যাচের ছন্দ ঠিক করে দিচ্ছে শুরুতে। বাংলাদেশ ব্যাটিংয়ে কোনো সুযোগই পাচ্ছে না।’

ব্যাটিং ব্যর্থতার কারণে বোলাররা আড়ালে চলে যাচ্ছেন। কিন্তু দুই ম্যাচেই বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ দেননি গাপটিল। বাংলাদেশের বোলারদের খেলা সহজ কি না সে প্রশ্নের উত্তরে যথেষ্ট বিনয় দেখিয়েছেন গাপটিল কিন্তু বাংলাদেশের দুর্বলতা এতেও আড়াল হয়নি, ‘ওদের বেশ কয়েক জন ভালো বোলার আছে। মুর্তজা খুবই অভিজ্ঞ বোলার। ওর বিপক্ষে ব্যাট করা বেশ কঠিন। কিন্তু ওদের যদি চাপে ফেলতে পারেন। টানা সহ্য করার যথেষ্ট অভিজ্ঞতা নেই বাকিদের।’