ইকার্দির এক পা কেটে ফেলেছে ইন্টার!

স্কোয়াডে জায়গা হয়নি, তবে গ্যালারিতে বসেই দলকে সমর্থন জানালেন ইকার্দি। ছবি: এএফপি
স্কোয়াডে জায়গা হয়নি, তবে গ্যালারিতে বসেই দলকে সমর্থন জানালেন ইকার্দি। ছবি: এএফপি

ফুটবলে অধিনায়কত্ব নিয়ে খুব একটা আলোচনা হয় না। ক্রিকেটের মতো তো নয়-ই। কারণ এখানে আর্মব্যান্ড কে পরল, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাঠে কে সামনে থেকে পথ দেখাচ্ছেন সেটা। ফুটবলে তাই অধিনায়ক কাকে করা হলো সেটা খুব একটা গুরুত্ব পায় না। রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো দলগুলোই শুধু ক্লাবের প্রতি আনুগত্যের পরিপ্রেক্ষিতেই নেতৃত্বভার তুলে দেয়। অধিকাংশ দলই একে খুব একটা গুরুত্ব দেয় না, খেলোয়াড়েরাও না। কিন্তু মাউরো ইকার্দির কাছে নাকি অধিনায়কত্ব হারানো মানে এক পা হারিয়ে ফেলা!

চুক্তি নবায়ন নিয়ে মনোমালিন্যে ইন্টার মিলানের অধিনায়কত্ব হারিয়েছেন ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পরের দুই ম্যাচে স্কোয়াডেই রাখেননি কোচ। এ ঘটনায় যে ইকার্দি কতটা আঘাত পেয়েছেন সেটাই জানিয়েছেন তাঁর এজেন্ট ও স্ত্রী ওয়ান্ডা নারা, ‘অনেকেই বলে আর্মব্যান্ডের কোনো মূল্য নেই। কিন্তু মাউরোর জন্য এটা একটা পা হারিয়ে ফেলার মতো ঘটনা। সে এই জার্সিটা অনেক গর্ব নিয়ে পরে এবং অতীতে এই জার্সির প্রতি ভালোবাসা আর অর্থের মধ্যে বেছে নেওয়ার সময় সে জার্সিকেই বেছে নিয়েছে।’

নারা বলছেন ক্লাব অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিতই দেয়নি তাঁদের। স্পোর্টস শো টিকিটাকাকে বলেছেন, ‘আমাকে একবারও জানানো হয়নি। আমি সব সময় ইন্টারের সঙ্গে যোগাযোগ রাখি। ওদের আমি স্পিড ডায়ালে রাখি। কিন্তু অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তের কথা আমাকে টুইটারে জানতে হয়েছে। ক্লাবের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেছি কিন্তু তারাও আমাকে এ নিয়ে কিছু জানায়নি।’

ইকার্দির এ অবস্থায় পড়ার জন্য নারাকেই দায়ী করেন অনেকে। খেলোয়াড়ের এজেন্ট হিসেবে নারাই বিভিন্ন সময় চুক্তি নিয়ে ক্লাবের বিপক্ষে কথা বলেছেন। তবে নারার দাবি তাঁরা দুজনই মনে প্রাণে ইন্টার মিলানের ভক্ত, ‘মাউরো এ জার্সিতে ১২০ গোল করেছে। যখন কেউ বিশ্বাস করত না, সেই এগিয়ে যেত এবং সবাইকে জেগে ওঠার ডাক দিত, কারণ সে এ দলে বিশ্বাস রাখে। আমরা পুরো পরিবার ইন্টারিস্তি, সে মাঠে থাকুক আর না থাকুক।’