গিবসকে ঠেকিয়েছিল বাংলাদেশ, গাপটিলকে পারবে?

গিবসকে টানা চার সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। ফাইল ছবি
গিবসকে টানা চার সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। ফাইল ছবি
>ওয়ানডেতে ১০ ব্যাটসম্যান কমপক্ষে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন। সেই কীর্তিতে নাম লেখাতে পারেন মার্টিন গাপটিল

হার্শেল গিবসকে রেকর্ড বঞ্চিত করতে পেরেছিল বাংলাদেশ! জহির আব্বাসের টানা তিন সেঞ্চুরির কীর্তি ভেঙে দিতে গিয়েও দেওয়া হয়নি হার্শেল গিবসের। বাংলাদেশ যে তাঁকে সেঞ্চুরি বঞ্চিত করতে অন্যায় পথ বেছে নিয়েছিল! টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির পর গিবসকে অপরাজিত থাকতে হয় ৯৭ রানে! দলের জয়ে দরকার ৬ রান, গিবসের সেঞ্চুরির জন্য ৪। এমন সমীকরণে ২০০২ সালে বেনোনির ওয়ানডেতে অলক কাপালি লেগ সাইড দিয়ে ওয়াইড-চার দিয়ে দেন। স্কোর সমতায় চলে আসে। হতাশ গিবস পরে এক রান নিয়ে ম্যাচ শেষ করেন।

এবার তেমন কোনো কৌশল খাটিয়ে লাভ নেই। নিজেদের কবজির জোরেই থামাতে হবে মার্টিন গাপটিলকে। ভারতের বিপক্ষে সিরিজে মাত্র ৪৭ রান করা গাপটিলের ফর্ম নিয়ে এই সিরিজের আগে বেশ কথা উঠেছিল সংবাদমাধ্যমে। কিউই সাংবাদিকের করা ‘চাপে আছেন কি না’ প্রশ্নের জবাবে গাপটিল তখন হেসেছিলেন। কে জানত, এই হাসি পরে অনূদিত হবে দুই ওয়ানডেতে টানা দুই সেঞ্চুরিতে! গাপটিলের সামনে এখন টানা তিন সেঞ্চুরির সুযোগ।

টানা তিন সেঞ্চুরির কথা এলেই মনে পড়ে জহির আব্বাসের নাম। পাকিস্তানের এই ব্যাটিং কিংবদন্তি যে সবার আগে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। তাঁর দেখানো পথ ধরে আরও ৯ ব্যাটসম্যান টানা সেঞ্চুরির এই কীর্তি গড়েন। এর মধ্যে কুমার সাঙ্গাকারা সেঞ্চুরি করেন টানা চার ওয়ানডেতে, সেটিও বিশ্বকাপে শেষবারের মতো শ্রীলঙ্কার জার্সিতে খেলবেন ঘোষণা দিয়ে।

গিবসের দুঃখটা তাই বাড়তে পারে। টানা চার সেঞ্চুরি তো সবার আগে তাঁরই করার কথা ছিল!


খেলোয়াড়


ইনিংস


প্রতিপক্ষ


কুমার সাঙ্গাকারা



বাংলাদেশ


 


ইংল্যান্ড


 


অস্ট্রেলিয়া


 


স্কটল্যান্ড


জহির আব্বাস



ভারত


 


ভারত


 


ভারত


সাঈদ আনোয়ার



শ্রীলঙ্কা


 


ওয়েস্ট ইন্ডিজ


 


শ্রীলঙ্কা


হার্শেল গিবস



কেনিয়া


 


ভারত


 


বাংলাদেশ


এবি ডি ভিলিয়ার্স



ভারত


 


ভারত


 


ওয়েস্ট ইন্ডিজ


কুইন্টন ডি কক



ভারত


 


ভারত


 


ভারত


রস টেলর



ভারত


 


ভারত


 


পাকিস্তান


বাবর আজম



ওয়েস্ট ইন্ডিজ


 


ওয়েস্ট ইন্ডিজ


 


ওয়েস্ট ইন্ডিজ


জনি বেয়ারস্টো



নিউজিল্যান্ড


 


নিউজিল্যান্ড


 


স্কটল্যান্ড


বিরাট কোহলি



ওয়েস্ট ইন্ডিজ


 


ওয়েস্ট ইন্ডিজ


 


ওয়েস্ট ইন্ডিজ