ঢাকায় শেইশেনকাই কারাতে প্রতিযোগিতা

জাতীয় ক্রীড়া পরিষদে চলছে শেইশেনকাই শেইশেনকাই ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। ছবি: প্রথম আলো
জাতীয় ক্রীড়া পরিষদে চলছে শেইশেনকাই শেইশেনকাই ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। ছবি: প্রথম আলো
>প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী শেইশেনকাই ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ । প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশ সহ চারটি দেশ।

‘হেই, ইয়াও ... ’ পুরোনো জাতীয় ক্রীড়া পরিষদের গেটের সামনে থেকেই শব্দগুলো কানে বাজছিল। ভবনের নিচতলার বিশাল কক্ষে প্রবেশ করতেই দেখা গেল ম্যাটে লড়াই করছেন দুই প্রতিযোগী। সাদা চোখে খেলাটি কারাতে হলেও এর ধরনে আছে ভিন্নতা। টুর্নামেন্টের নাম ‘শেইশেনকাই ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ।’ প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলাদেশসহ চারটি দেশ।

‘শেইশেনকাই ’কারাতের আদি ঘরানার রীতিগুলোর মধ্যে অন্যতম। যাদের হাত ধরে এই ঘরানার প্রচলন, তাঁর শেষ প্রতিনিধি জাপানের হারাদার সম্মান রক্ষার্থে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন বিশ্ব সংস্থাটির সভাপতি নূরুল এলাহি। বাংলাদেশের নাগরিক হলেও দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন তিনি। ব্ল্যাক বেল্টধারী এলাহির নামের আগে যোগ হয়েছে হানসি উপাধি। বাংলাদেশে খেলাটি ছড়িয়ে দেওয়ার জন্যই এটি ঢাকায় আয়োজন করা হয়েছে বলে জানান তিনি, ‘১৫ বছর আগে আমি খেলাটির আইনকানুন ও নিয়মকানুনের ওপর একটি বই বের করেছি। খেলাটির সঙ্গে অনেক দিন লেগে থাকার সুবাদে বর্তমানে আমি সভাপতি পদে আছি। নিজের ইচ্ছাতেই নিজের দেশে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলাম। আমাদের ছেলে মেয়েরা নতুন হলেও ভালো করেছে। ওদের মধ্যে কয়েকজনকে পেয়েছি বেশ প্রতিভাবান।’

বিভিন্ন ওজন শ্রেণিতে কাতো ও কুমিতো ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মোট ১৩০ জন। চারজন ভারতীয়, নেপাল থেকে চারজন ও একজন জাপানের। বাকিরা স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধি। টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ছেলেকে নিয়ে ভারত থেকে এসেছেন শেইশেনকাইয়ের ভারতীয় সংস্থার উপদেষ্টা কমল শিকদার। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপস্থিত থাকা কমল ঢাকার আয়োজনকে দিলেন বড় সার্টিফেকেট, ‘প্রথমবারের মতো ঢাকায় টুর্নামেন্টটি হলেও আয়োজন ভালো হয়েছে। খেলাটা খুব দ্রুতই বাংলাদেশে প্রসার পাবে বলে আমার বিশ্বাস।’
খেলাটির মধ্যে নানা অনৈতিক কর্মকাণ্ড দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন কমল।