প্রিমিয়ার লিগেই ফিরতে চান তাসকিন

গোড়ালিতে চোট পাওয়ার তিন সপ্তাহ পর গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ নিতে এসেছিলেন তাসকিন আহমেদ। সেখানে শুনিয়েছেন নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা।
বিপিএলে পাওয়া চোটই কাল হয়েছে তাসকিনের। প্রথম আলো ফাইল ছবি
বিপিএলে পাওয়া চোটই কাল হয়েছে তাসকিনের। প্রথম আলো ফাইল ছবি

বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা করে নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু বিপিএলের শেষ ম্যাচে গোড়ালির চোটে পড়ে দল থেকে পড়েন ছিটকে। এখন গুনছেন মাঠে ফেরার দিনক্ষণ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব দিয়েই ফিরতে চান মাঠে। আর সেখানে দুর্দান্ত খেলে জায়গা করে নিতে চান বিশ্বকাপে।

সিলেট সিক্সার্সের হয়ে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তাসকিন। চোটে পড়ার তিন সপ্তাহ পার হওয়ার পর তাসকিন মিরপুরে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ নিতে। সেখানেই শুনিয়েছেন নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা।

৮ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এখন ভালো অবস্থানে থাকলেও প্রাথমিক পর্বে তাসকিনের নামার সম্ভাবনা নেই। তবে সুপার লিগে চোখ রাখছেন তাসকিন, ‘কোনো সমস্যা না হলে সবকিছু এভাবে ভালোভাবে চলতে থাকলে অবশ্যই সুপার লীগ থেকে খেলতে পারব।’

নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেয়েও ছিটকে গিয়েছেন ইনজুরিতে। এবার নতুন লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া, ‘সামনে যেহেতু আমার স্বপ্ন (বিশ্বকাপ) আসছে। সেটার জন্য যা যা করণীয় সেটাই করার চেষ্টা করব। প্রিমিয়ার লীগ শুরু হলে আমি আমার সেরাটা দেওয়া চেষ্টা করব। আমার ওয়ার্ল্ড কাপ দলে যেন সুযোগ হয়। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সুযোগ পাওয়াও তো সহজ কিছু না।’

প্রিমিয়ার লিগে ভালো খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া তাসকিনের লক্ষ্য। কিন্তু মাঠে নামার জন্য তাসকিন কতটুকু প্রস্তুত। ডাক্তার কী বলছেন? ‘আমি এত দিন ক্রাচে করে হেঁটেছি। আগামীকাল (আজ) থেকে ক্রাচ ছাড়া হাঁটব। ডাক্তার রিহাব প্রোগ্রামের কিছু নতুন সূচি দিয়েছে। ব্যায়াম আরও বাড়াতে হবে।’