টি-টোয়েন্টি খেলতে লেগে গেল ১১ বছর!

১১ বছর প্রথম শ্রেণির ক্রিকেট আর লিস্ট ‘এ’ খেলার পর টি-টোয়েন্টি অভিষেক রবিউল ইসলামের। অভিষেকেই ফিফটি পেয়েছেন তিনি ছবি: প্রথম আলো
১১ বছর প্রথম শ্রেণির ক্রিকেট আর লিস্ট ‘এ’ খেলার পর টি-টোয়েন্টি অভিষেক রবিউল ইসলামের। অভিষেকেই ফিফটি পেয়েছেন তিনি ছবি: প্রথম আলো
>ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। এক দশকের বেশি সময় খেলছেন বড় দৈর্ঘ্যের ও ৫০ ওভারের ক্রিকেট। অথচ রবিউল আজ প্রথমবারের মতো খেলতে নামলেন স্বীকৃত টি-টোয়েন্টি

ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ পরিচিত মুখ। ১১ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন, ১০ বছর ধরে খেলছেন লিস্ট ‘এ’ ম্যাচ। রবিউল ইসলাম অপরিচিত থাকেন কীভাবে? ঘরোয়া ক্রিকেটে এক দশকের বেশি সময় কাটিয়ে দেওয়া রবিউল আজ প্রথমবারের মতো সুযোগ পেলেন স্বীকৃত টি-টোয়েন্টি খেলার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আজ খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ২০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে রবিউলের। শুধু রবিউল কেন, তাঁর খেলাঘর সতীর্থদের সবারই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আজ।

অভিষেকেই রবিউল খেললেন ৫১ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস। শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৭ চার আর ৩ ছয়ে সাজানো এ খেলাঘর ওপেনারের ইনিংস দেখে মনেই হয়নি প্রথমবারের মতো স্বীকৃত টি-টোয়েন্টি খেলতে নেমেছেন। ম্যাচটা খুব কাছে গিয়ে হেরেছে তাঁর দল।

তবে ২৯টি প্রথম শ্রেণি ও ৪৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা ২৮ বছর বয়সী রবিউল খুব খুশি এ ধরনের টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে, ‘সাধারণত টি-টোয়েন্টি খেলা হয় না। বিপিএলেও সুযোগ পাই না। এর আগে পিসিএল (২০১০ সালে পোর্ট সিটি লিগ, সেটি অবশ্য টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত নয়) খেলেছিলাম। ওখানে ভালোই করেছিলাম। তামিম ইকবালের সঙ্গে ওপেন করছিলাম আবাহনীর হয়ে। এর পর আর খেলা হয়নি। বিসিবিকে ধন্যবাদ এমন একটা টুর্নামেন্টে আয়োজন করায়।’

শেষ চারে না উঠতে পারলে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হবে রবিউলের। যতটুকু সুযোগ পান তিনি সেটি কাজে লাগাতে চান পুরোপুরি, ‘এ রকম টুর্নামেন্ট যখন পেয়েছি, সুযোগটা ছাড়ব না। ম্যাচ অবশ্য কম পাব। আজ একটা ম্যাচ, কাল আরেকটা। ম্যাচ আরও বেশি হলে ভালো হতো।’