মার্চে দম ফেলার সময় থাকবে না জেমি ডের

প্রায় পাঁচ মাস অলস সময় কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। কিন্তু চলতি মার্চ মাসে তাঁর ব্যস্ততা থাকবে অনেক। কম্বোডিয়ার বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচ, এরপর কাতারে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতিমূলক সফর, ২২ মার্চ বাহরাইনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ফাইল ছবি

গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপের পর গত পাঁচ মাস এক প্রকার বসেই কাটিয়েছেন দলের ইংলিশ কোচ জেমি ডে। মার্চ মাসে ব্যস্ত সময় কাটাতে হবে তাঁকে। আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জাতীয় ফুটবল দলের। এরপর অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাতারে প্রস্তুতিমূলক সফর এরপর বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ। এ মাসে দম ফেলার সুযোগ নেই তাঁর।

৬ তারিখ কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। ৯ মার্চ ম্যাচ খেলে ১১ মার্চ দেশে ফিরবে দল। এর দশ ঘণ্টা পরেই অনূর্ধ্ব-২৩ দল নিয়ে কাতার রওনা হবেন জেমি। সেখানে প্রস্তুতি ক্যাম্পের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবদল। সেখান থেকেই বাহরাইনে পা রাখতে হবে তাঁকে। ২২ মার্চ এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলা স্বাগতিক বাহরাইনের বিপক্ষে। পরের দুটি খেলা যথাক্রমে ২৪ মার্চ ফিলিস্তিন আর ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।

কম্বোডিয়া ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা আগামীকাল। লিগ চলায় এ ম্যাচের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এতে অবশ্য সমস্যা দেখছেন না জেমি, ‘ছেলেরা খেলার মধ্যে আছে। নিয়মিত অনুশীলন হচ্ছে ক্লাবে। কাজেই আমি মনে করি না কম্বোডিয়া ম্যাচের জন্য আলাদা প্রস্তুতি নিতে না-পারা কোনো সমস্যায় ফেলবে। তা ছাড়া ফুটবলারদের ওপর আমার আস্থা আছে।’