কালকের ওপর নির্ভর করছে অনেক কিছু

আজ তৃতীয় দিনে ফিল্ডিংয়ে নামার আগে বাংলাদেশ দল। ছবি: বিসিবি
আজ তৃতীয় দিনে ফিল্ডিংয়ে নামার আগে বাংলাদেশ দল। ছবি: বিসিবি
>ওয়েলিংটন টেস্টে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম দুই দিন। আজ তৃতীয় দিনের খেলায়ও বাদ সেধেছে বৃষ্টি। বাকি দুই দিনে টেস্টের ফল পেতে হলে কাল চতুর্থ দিনটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লিটন দাস। আজ দল বল হাতে বেশ ভালো করেছে বলেই মনে করেন তিনি

হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের পেসাররা ভীষণ ভুগেছেন। তিন পেসার মিলে দিয়েছিলেন মোট ৩৫৯ রান, শিকার মাত্র ১ উইকেট। বিদেশে কিংবা দেশের মাটিতে পেসারদের এই হাল মোটেও নতুন কিছু নয়। আর বাংলাদেশের ক্রিকেটে পেসাররাও যেন ‘দুয়োরানির ছেলে’। স্পিনারদের প্রাধান্যই বেশি। কিন্তু ভারী বাতাস, মেঘলা শীতল আবহাওয়া আর আর্দ্র উইকেট পেলে যেকোনো পেসারেরই চোখ চকচক করে ওঠার কথা। ওয়েলিংটনে আবু জায়েদ এই সুবিধাটুকুর সদ্ব্যবহার করছিলেন দারুণভাবে। কিন্তু বেরসিক বৃষ্টি বাগড়া দিয়ে দিল।

নিউজিল্যান্ডের ইনিংসের শুরু থেকেই সুইং পেয়েছেন জায়েদ। আরেক পেসার ইবাদত হোসেনও বাউন্স পেয়েছেন। তবে জায়েদ ছিলেন বুদ্ধিদীপ্ত। পঞ্চম ওভারের শেষ বলে ল্যাথামকে আউট করেছেন ফাঁদে ফেলে। কয়েকটি ডেলিভারি করেছিলেন শর্ট পিচ এবং গুড লেংথে। সুইং করিয়ে ল্যাথামের অফ স্টাম্পের বাইরে দিয়ে বল বের করছিলেন। কিন্তু শেষ বলটি আচমকাই ফুল লেংথে করেন। ল্যাথাম (৪) হাফভলি ভেবে ড্রাইভ করার খেসারত গুনে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন। নিজের পরের ওভারে তৃতীয় বলে রাভালকেও (৩) ফেরান জায়েদ।

বৃষ্টির আগে জায়েদের এই জোড়া আঘাতেই ২ উইকেটে ৩৮ রানে চাপে পড়েছিল নিউজিল্যান্ড। জায়েদের এই পারফরম্যান্সের জন্যই তৃতীয় দিনটা বাংলাদেশের জন্য খারাপ কাটেনি বলে মনে করেন লিটন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে লিটন বলেন, ‘সহায়ক কন্ডিশন আর সবুজ উইকেট দেখলে পেসাররা একটু চাঙা হয়ই। ব্যাটসম্যানরাও চিন্তা করে কোনটা খেলব, কোনটা খেলব না। এসব দিক দেখলে আমরা বেশ ভালো করেছি।’ হ্যামিল্টন টেস্টে না খেললেও ওয়েলিংটনে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আজ অবশ্য এই পেসারের হাতে বল তুলে দেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। মোস্তাফিজ কাল বল করবেন, তা বলাই বাহুল্য। এই উইকেটে মোস্তাফিজ কেমন সাহায্য পেতে পারেন?

লিটনের জবাব, ‘দেখেন, এই উইকেটে সবাই সাহায্য পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো জায়গায় বল করা।’ ইবাদত ও জায়েদ আজ ভালো জায়গায় বল করেছেন বলেও প্রশংসা করলেন লিটন, ‘ইবাদত ও জায়েদ ভালো জায়গায় বল করেছে। সেই একই জায়গায় বল করলে আমরা এগিয়ে থাকব।’

বৃষ্টির কারণে এই টেস্টে ভেসে গেছে প্রথম দুই দিন। আজ তৃতীয় দিনেও বৃষ্টি হানা দেওয়ায় শেষ সেশনে ২৫.২ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। বাকি দুই দিনে এ টেস্টে কি ফল দেখা যাবে? লিটনের ব্যাখ্যা, ‘কেবল তো প্রথম ইনিংস, ফল আসতেও পারে আবার না–ও পারে। আসলে কালকের (চতুর্থ দিন) ওপর অনেক কিছু নির্ভর করছে।’

নিউজিল্যান্ডে সবশেষ সিরিজের মতো এই সিরিজেও নিল ওয়াগনারের ‘শর্ট বল’ খেলতে ঘাম ছুটে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আগের টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন এই কিউই পেসার। আর এই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে নিলেন ৪ উইকেট। ওয়াগনারকে নিয়ে নিশ্চয়ই আলাদা করে অনুশীলন করেছে বাংলাদেশ দল? তাহলে এই পেসারকে সামলানো যাচ্ছে না কেন? বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এর জবাবে একরকম অসহায়ত্বই প্রকাশ করলেন, ‘জানি ও শর্ট বল করবে, কিন্তু এমন জায়গায় করে যে কিছু করার থাকে না।’