দুই নাঈমের সেঞ্চুরিতে ৩৫৭-তে ডুবল শাইনপুকুর

ছবিতে আছেন এক নাঈম, কিন্তু আজ সেঞ্চুরি করেছেন দুই ‘নাঈম’! প্রথম আলো ফাইল ছবি
ছবিতে আছেন এক নাঈম, কিন্তু আজ সেঞ্চুরি করেছেন দুই ‘নাঈম’! প্রথম আলো ফাইল ছবি
>

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে আজ শাইনপুকুরের বিপক্ষে সেঞ্চুরি করেছেন দুই ‘নাঈম’—মোহাম্মদ নাঈম আর নাঈম ইসলাম। দুই নাঈমের সেঞ্চুরিতে রূপগঞ্জ করেছে ৭ উইকেটে ৩৫৭

নাঈম যখন সেঞ্চুরি করলেন, তখন অন্য প্রান্তে নাঈম অপরাজিত ২১ রানে। বিভ্রান্তি হচ্ছে নিশ্চয়ই! দুজনের নামই নাঈম। এক নাঈমের আগে ‘মোহাম্মদ’ আছে, আরেক নাঈমের সঙ্গে ‘ইসলাম’। নাঈম ইসলামকে তো চেনেনই। ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলা এ ব্যাটসম্যান পরিচিত ‘ছক্কা নাঈম’ নামে! মোহাম্মদ নাঈম সেখানে নবীন; খেলেছেন মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ, ১৩ লিস্ট ‘এ’ আর ৭ টি-টোয়েন্টি। দুই নাঈম আজ বিকেএসপিতে মিলে গেলেন এক বিন্দুতে। ঢাকা প্রিমিয়ার লিগে দুজনের সেঞ্চুরিতে শাইনপুকুরের বিপক্ষে ৭ উইকেটে ৩৫৭ রানের পাহাড় গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

আজমির আহমেদ আর মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি ১৩২ রান যোগ করে দুর্দান্ত শুরু এনে দেয় রূপগঞ্জকে। ৪৮ রান করে আজমির ফিরে গেলে দ্বিতীয় উইকেটে দুই ‘নাঈম’ গড়েন ৯৩ রানের জুটি। ৮১ বলে মোহাম্মদ নাঈম যখন সেঞ্চুরি করেন নাঈম ইসলাম তখন ২১ রানে অপরাজিত। সাব্বির হোসেনের বলে নাঈম ফিরলেন ১২২ রান করে। কোন নাঈমের কথা বলা হচ্ছে, বুঝেছেন নিশ্চয়ই! ‘সিনিয়র’ নাঈমও ফিরেছেন সেঞ্চুরি করেই। তিনি সেঞ্চুরি করেছেন ৯৩ বলে। দেলোয়ারের বলে শাইনপুকুরের বদলি ফিল্ডার রকিবের ক্যাচ হওয়ার আগে নাঈম ইসলামের রান ১০৮। দুই নাঈমে রীতিমতো হাবুডুবুই খেয়েছে শাইনপুকুর!

৪৯.৪ ওভারে সিনিয়র নাঈম যখন আউট হলেন, ততক্ষণে বড় স্কোর গড়ে ফেলেছে রূপগঞ্জ। ৫০ ওভারে তাদের রান ৭ উইকেটে ৩৫৭। প্রিমিয়ার লিগের দল শাইনপুকুর কতটা চ্যালেঞ্জ জানাতে পারে রূপগঞ্জকে, সেটিই দেখার।