মোশাররফ রুবেলের অস্ত্রোপচার সফল

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রুবেল। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রুবেল। ছবি: সংগৃহীত

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা মোশাররফ রুবেল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। আজ তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের সফল অস্ত্রোপচার হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তবে এখনো তাঁকে শঙ্কামুক্ত বলার উপায় নেই। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রুবেলকে।

হাসপাতালে রুবেলের সঙ্গে আছেন তাঁর স্ত্রী চৈতি ফারহানা। তিনি রুবেলের সবশেষ অবস্থা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ও ভালো আছে। হাত-পা নাড়াতে পারছে। কথা বলতে সমস্যা হচ্ছে না।’

রুবেলের সফল অস্ত্রোপচারের পর এখন বায়োপসি বাকি। এটির পর জানা যাবে টিউমারের অবস্থা কী। চিকিৎসকেরা দেখবেন, মস্তিষ্কে জীবাণু ছড়িয়ে পড়েছে কি না। তবে স্বস্তির বিষয়, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সফলভাবে হয়েছে। অস্ত্রোপচারের সময়ই অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। এ ধাপ সফলভাবেই উতরে গেছেন ৫ ওয়ানডে ও ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রুবেল। ২২ গজের চ্যালেঞ্জ যেভাবে উতরে যান, ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার চিকিৎসার বাকি ধাপগুলোও পেরিয়ে যাবেন, এটাই সবার প্রত্যাশা।