দুই ক্রিকেট তারকার দুই রকম শুভ দিন

তামিমকে আইসিসির শুভেচ্ছা। ছবি: ফেসবুক
তামিমকে আইসিসির শুভেচ্ছা। ছবি: ফেসবুক
>দেশের ক্রিকেটের দুই তারকার আজ দুই রকম শুভ দিন। ৩০-এ পা রাখলেন তামিম ইকবাল। ফুটফুটে মেয়ে সন্তানের বাবা হয়েছেন শাহরিয়ার নাফীস

শুভ জন্মদিন—কাল রাত থেকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তামিম ইকবাল। আজ ৩০-এ পা দিলেন বাঁ হাতি ওপেনার। ভক্তরা তো বটেই, তামিমকে শুভেচ্ছা জানাচ্ছে তাঁর সতীর্থ, কোচ ও বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ ওপেনারকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ডও।

তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসি নিজেদের পেজে লিখেছে, ‘১২ হাজার ৪০০ আন্তর্জাতিক রান, ২১ আন্তর্জাতিক সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করেছেন। শুভ জন্মদিন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল!’ আইসিসির বিশ্বকাপ পেজ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানকে। ফিরিয়ে আনা হয়েছে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিমের সেই উড়ন্ত সূচনা। ১৭ বছর বয়সী এক ওপেনার জহির খান-মুনাফ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারছেন—আইকনিক এ দৃশ্যটা আবার মনে করিয়ে দিচ্ছে আইসিসি।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাদের পেজ থেকে তামিমকে শুভেচ্ছা জানিয়ে মনে করিয়ে দিয়েছে ২০১০ সালে লর্ডস টেস্টে তাঁর বিখ্যাত সেই উদ্‌যাপনের ভিডিও পোস্ট করে। প্রথম ইনিংসে ৫৫ রান আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে অ্যাটেনডেন্টকে জিজ্ঞেস করেছিলেন, ‘শুধু সেঞ্চুরি করলেই কেন অনার্স বোর্ডে নাম লেখানো হবে? ফিফটির জন্যও একটা থাকা উচিত।’ অ্যাটেনডেন্ট জবাব দিলেন, ‘অনার্স বোর্ডে নাম লেখাতে সেঞ্চুরিই করতে হবে।’ তামিম দ্বিতীয় ইনিংস সেঞ্চুরি করলেন। সেঞ্চুরি করলেনও কী দাপটে, ব্রেসনানকে বাউন্ডারি মেরে। উদ্‌যাপনের পর শূন্যে লাফ আর জার্সির পেছনে হাত দিয়ে অ্যাটেনডেন্টকে জবাব দিলেন অনার্স বোর্ডে তাঁর নামটা লিখতে। শুধু বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখা নয়, তামিম নাম লিখিয়েছেন আরও কত রেকর্ডে।

নিশ্চয়ই জানেন, তামিমের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের এক ক্রিকেট-ঘনিষ্ঠ পরিবারে। এ পরিবার থেকে যিনি প্রথম বাংলাদেশ দলে খেলেছেন, তামিমের চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান শুভেচ্ছা জানালেন ভাতিজাকে, ‘আমাদের পরিবারের আজ একটা আনন্দের দিন। সে শুধু আমাদের পরিবারের নয়, সারা বাংলাদেশের। দোয়া করি ও আরও অনেক দূর যাক।’

নবজাতক সন্তানের সঙ্গে শাহরিয়ার নাফীস। ছবি: ফেসবুক
নবজাতক সন্তানের সঙ্গে শাহরিয়ার নাফীস। ছবি: ফেসবুক

শাহরিয়ার নাফীসের ঘরে ‘রাজকন্যা’
তামিমের শুভদিনে সুখবর আছে শাহরিয়ার নাফীসেরও। কাল রাতে কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। শাহরিয়ার জানালেন, কন্যা ও তার মা ঈশিতা নাফিস সুস্থ আছেন। দুজনের জন্য দোয়া চাইলেন বাঁ হাতি ওপেনার, ‘আমাদের ঘর আলো করে যেন একটা রাজকন্যা এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
শাহরিয়ার-ঈশিতা ঘর বাঁধেন ১৩ বছর আগে। তাঁদের প্রথম সন্তান শাহওয়ার আলী নাফীস এখন পঞ্চম শ্রেণিতে পড়ে।