অধিনায়ক কোহলি যেখানে ধোনি-রোহিতের পেছনে

>আইপিএলে বিরাট কোহলিকে বিচক্ষণ অধিনায়ক হিসেবে মনে করেন না গৌতম গম্ভীর। সৌরভ গাঙ্গুলী অবশ্য তাঁর সাবেক ওপেনিং সতীর্থের সঙ্গে একমত হতে পারেননি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বিরাট কোহলি। ছবি: এএফপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বিরাট কোহলি। ছবি: এএফপি

কথাটা বলেছেন অনিল কুম্বলে। মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলে বিরাট কোহলির নেতৃত্ব দেওয়া নাকি সহজ হয়ে যায়। অনেকে আবার বলেন, সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা কোহলির চেয়ে ভালো অধিনায়ক। এবার আইপিএল নিয়ে একই কথা মুখ ফুটে বললেন কোহলিরই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। কোহলি নাকি ধোনি ও রোহিতের মতো বিচক্ষণ অধিনায়ক নন!

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে গম্ভীরের এই মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ানোই স্বাভাবিক। ভারতের সাবেক এই ওপেনার কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়ে দুবার আইপিএল শিরোপা জিতেছেন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নেতৃত্ব দিয়ে কোহলি আট বছরেও একটা শিরোপার দেখা পাননি। গম্ভীরের মতে, ফলাফল-নির্ভর এই টুর্নামেন্টে ‘সৌভাগ্যবান’ হিসেবেই বেঙ্গালুরুর নেতৃত্ব দিতে পারছেন কোহলি।

ভারতীয় সংবাদমাধ্যমকে গম্ভীর বলেন, ‘তাকে (কোহলি) বিচক্ষণ অধিনায়ক বলে মনে হয় না। তেমন কুশলী অধিনায়ক ও নয়। আর সে আইপিএলও জেতেনি। অধিনায়ক কতটা ভালো, তা বলে দেয় রেকর্ড।’ টেস্ট আঙিনায় সম্প্রতি বলার মতোই সাফল্য পেয়েছেন কোহলি। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে ভারত। কিন্তু গম্ভীর আইপিএলে অধিনায়ক কোহলির খুঁত দেখছেন, ‘ তিনবার শিরোপাজয়ী খেলোয়াড়ও আছে। এম এস ধোনি ও রোহিত শর্মা। তাই আমার মনে হয় এখনো তাকে (কোহলি) অনেক দূর যেতে হবে। রোহিত কিংবা ধোনির মতো কারও সঙ্গে এখন অন্তত তার তুলনা চলে না।’

বেঙ্গালুরুতে কোহলির নেতৃত্ব নিয়েও কথা বলেন গম্ভীর, ‘সে আরসিবির অংশ। সাত-আট বছর ধরে অধিনায়কত্ব করছে। ফ্র্যাঞ্চাইজিটিকে তার ধন্যবাদ জানানো উচিত, কারণ এখনো তার ওপর ভরসা করে আছে। কারণ কোনো টুর্নামেন্ট না জিতেও এত সময় থাকার সুযোগ খুব বেশি অধিনায়কের হয় না।’ ২০১৮ সালে কলকাতার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন গম্ভীর। গত টুর্নামেন্টের মাঝপথে পারফরম্যান্সের জন্য দিল্লির নেতৃত্ব ছেড়েছিলেন তিনি।

তবে গম্ভীরের কথার সঙ্গে একমত হতে পারেননি তাঁরই সাবেক ওপেনিং সতীর্থ সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক এই অধিনায়ক কোহলির নেতৃত্বগুণ নিয়ে বলেছেন, ‘বিরাট কোহলিকে অধিনায়ক রাখার কথা বললে বলব, তার পারফরম্যান্স দেখুন। ব্যাট হাতে সব সংস্করণে সে কী করছে। একজন নিখাদ চ্যাম্পিয়ন। আরসিবিতে তাই সে যেকোনো সময়ই অধিনায়ক থাকার যোগ্য। আমার বিশ্বাস, সাফল্য সে পাবেই।’