কোহলিদের মাটিতে পা রাখতে বললেন দ্রাবিড়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলে হেরেছে ভারত। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলে হেরেছে ভারত। ছবি: এএফপি
>ভারতকে বিশ্বকাপে ফেবারিট ভাবলেও সতর্ক করে দিলেন দ্রাবিড় দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। যথারীতি ফেবারিট ভারত। বিশ্বকাপ ক্রিকেট এলেই ভারতকে নিয়ে এমন ভাবনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু রাহুল দ্রাবিড় সতর্ক করলেন, এসব কথা শুনতে ভালো লাগলেও তবে কথার জোয়ারে গা ভাসালেই বিপদ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারাটা কিন্তু বাস্তবতার সঙ্গে পরিচয়ই।


কিছুদিন আগে ভারতের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর শেষ তিন ম্যাচই জিতেছে সফরকারী দল। দ্রাবিড় মনে করেন, এই হারে দলের সবার টনক নড়া উচিত। বিশ্বকাপ জিততে সব দলের বিপক্ষেই যে কঠিন লড়াই করতে হবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার সেই শিক্ষাই ভারতকে দিয়েছে বলে মনে করেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।

দ্রাবিড় এখন ভারতের বয়সভিত্তিক দলের কোচের দায়িত্বে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবাই সম্ভবত ধরেই নিয়েছে যে, আমরা খুব সহজেই বিশ্বকাপ জিতব। কিন্তু (অস্ট্রেলিয়ার বিপক্ষে হার) যেটা মনে করিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমাদের খুব খুব ভালো খেলতে হবে। ভারত গত কয়েক বছর ধরেই ভালো খেলছে। তাই সবাই ধরেই নিয়েছে আমরা সহজেই ক্রিকেট বিশ্বকাপ জিতব। কারণ গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে আমরা দাপটের সঙ্গে খেলছি।’

ভারতকে বিশ্বকাপে ফেবারিট বলেই মনে করছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার কাছে হারে খুব বড় ক্ষতি হয়ে গেছে বলেও মনে করছেন না ওয়ানডেতে ‘দশ হাজার’ রানের ক্লাবে নাম লেখানো সাবেক এই ব্যাটসম্যান। ভারত ফেবারিট হিসেবেই বিশ্বকাপে পা রাখবে বলে মনে করছেন তিনি, ‘সিরিজ দেখে বাজে কিছু মনে হয়নি। আমি এখনো বিশ্বাস করছি, ভারত এই বিশ্বকাপের ফেবারিট। কিন্তু টুর্নামেন্টে অনেক কঠিন হবে, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’