ভয় পেয়েছিলেন সাইফউদ্দিন!

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাইফউদ্দিন। ছবি: তানভীর আহাম্মেদ
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাইফউদ্দিন। ছবি: তানভীর আহাম্মেদ
>তিন দিন আগে আবাহনীর অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে কোমরে এমন চোট পেলেন, বিসিবি একাডেমি ভবনে ফিরলেন হুইলচেয়ারে করে। সাইফউদ্দিনের চোট নিয়ে গত পরশু বিসিবির চিকিৎসক কিংবা নির্বাচকদের বেশ চিন্তিত মনে হলো

ভয় পাওয়ার মতোই চোটে পড়েছিলেন সাইফউদ্দিন! তিন দিন আগে আবাহনীর অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে কোমরে এমন চোট পেলেন, বিসিবি একাডেমি ভবনে ফিরলেন হুইলচেয়ারে করে। অনুশীলনে পাওয়া এ চোট শঙ্কায় ফেলে দিয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকে। সামনে বিশ্বকাপ। নিউজিল্যান্ড সফরের অলরাউন্ড নৈপুণ্য থেকে যখন বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করবেন, তখনই কিনা এই চোট!

গত পরশু বিসিবির চিকিৎসক কিংবা নির্বাচকদের বেশ চিন্তিত মনে হলো। মেরুদণ্ডে যদি গুরুতর আঘাত পান, বিশ্বকাপ–স্বপ্নই ধূসর হয়ে যাবে সাইফউদ্দিনের। শঙ্কা দূর হতে বেশি সময় লাগেনি। ১৮ মার্চ চোট পাওয়ার তিন দিনের মধ্যে আজ সুখবর দিলেন ২২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। গত পরশু বিকেলে এমআরআই করিয়েছিলেন। সেটির রিপোর্ট দেখে স্বস্তি ফিরেছে সাইফদ্দিনের, ‘এটা নিয়ে (এমআরআই) ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে ইতিবাচক রিপোর্ট এসেছে।’

নিউজিল্যান্ড থেকে ফিরে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের মতো সাইফউদ্দিনেরও সপ্তাহ দু-এক বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু বিশ্রাম নেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সাত দিনের মধ্যেই নামতে হয়েছে আবাহনীর হয়ে প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচ খেলতে। এরপর প্রিমিয়ার লিগেও খেলে ফেলেছেন তিন ম্যাচ। প্রিমিয়ার লিগের অনুশীলনেই পেলেন চোট। বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে চোটাঘাত সব সময়ই চিন্তার।

সাইফউদ্দিন তাই বলছেন, ‘এটা (চোট) অপ্রত্যাশিত ছিল। আমার বিশ্রামে থাকার কথা ছিল। স্যার (কোচ) বললেন ব্যাটিং করতে। উইকেট ভেজা থাকায় ভারসাম্য হারিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। আল্লাহর রহমতে এখন ভালো আছি। ভয় (চোটে) পাওয়াটাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ, সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। পাশাপাশি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে (ঢাকা প্রিমিয়ার লিগ) ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। এখন ছন্দে আছি, এই জন্য ম্যাচগুলো হাতছাড়া করতে চাই না।’