১৫ মিনিট আগে-পরে 'পুনর্যাত্রা' শুরু করবেন মেসি-রোনালদো

আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি। ছবি: এএফপি
আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি। ছবি: এএফপি
>

আজ রাতে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন লিওনেল মেসি। ইউরোর বাছাইপর্বে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।

দুটি শহরের মধ্যে ৬৩০ কিলোমিটারের মতো দূরত্ব। ম্যাচ দুটি শুরু হবে ১৫ মিনিট এদিক-ওদিকে। ম্যাচ দুটির গুরুত্বে পার্থক্য আছে, কিন্তু দুটি ম্যাচই হয়তো ইতিহাসে থাকবে আলাদা গুরুত্ব নিয়ে।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ভেনেজুয়েলার সঙ্গে। তার ১৫ মিনিট আগে লিসবনে বেনফিকার মাঠে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু পর্তুগালের ২০২০ ইউরোর বাছাইপর্ব। এই ম্যাচ দুটি লেখা থাকবে আর্জেন্টিনায় লিওনেল মেসির ও পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার ম্যাচ হিসেবে। রাশিয়া বিশ্বকাপের পর আজই প্রথম তাঁদের জাতীয় দলে ফেরা।

ফেরার আগেই মেসি পেয়েছেন একটা দুঃসংবাদ। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আর্জেন্টিনার ফেরার কথা ছিল অ্যাঙ্গেল ডি মারিয়ারও, কিন্তু অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন পিএসজি উইঙ্গার। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দলের ছকই তাই বদলাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ৪-২-৩-১-এর বদলে ৩-৪-২-১। সবার সামনে ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, তাঁর পেছনে মেসির পাশে পিতি মার্তিনেজ।

দল তো সাজানো হচ্ছে, কিন্তু মেসি ঠিকঠাক খেলতে পারবেন? তিনি থাকার পরও আর্জেন্টিনার শিরোপা-খরা ২৬ বছরে গড়াল, আর্জেন্টিনার জার্সিটা তাই মেসির জন্য চাপের। সেখানে সব সময় প্রয়োজনীয় সমর্থনও পাননি। আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ ও বর্তমানে ফেডারেশনে জাতীয় দলগুলোর ‘উপদেষ্টা’ সিজার লুইস মেনোত্তিও কদিন আগে বলেছিলেন, স্কালোনির উচিত ছিল একটা ‘দল’ গড়ে তারপর মেসিকে ডাকা। পরশু আবার বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের চেয়ে জাতীয় দলে খেলার সময় ওর মধ্যে মানসিক ক্লান্তি দেখি আমি। তবে ও যদি আর্জেন্টিনার হয়ে এখনই খেলতে চায়, তাহলে ভালোই।’

পর্তুগালের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
পর্তুগালের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

তবে মেনোত্তি মেসিকে আলাদা করে ভাবলেও আর্জেন্টিনা লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো বলছেন, মেসি এই দলে শুধুই আরেকজন খেলোয়াড়, ‘মেসিকে এই দলে অন্য আরেকজন ভাবতে কষ্ট হয় না। ওর ইমেজই এমন। সবাই একসঙ্গে টেবিলে বসি, সবাই একটা গ্রুপ, মেসির সঙ্গেও সহজেই কথা বলা যায়।’

পর্তুগালে রোনালদোর ক্ষেত্রেও যা প্রযোজ্য। ২০১৬ ইউরোর নায়ককে নিয়ে কীভাবে দল সাজাতে হবে, তা অনেক আগেই কোচ ফার্নান্দো সান্তোসের ঠিক করে রাখা। তবে রোনালদো ফিরলেও আজ এবং সোমবার লিসবনেই সার্বিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে সতর্ক সান্তোস, ‘র‍্যাঙ্কিং দেখলেই বুঝবেন গ্রুপে ইউক্রেন ও সার্বিয়াই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তবে খেলোয়াড়দের সামর্থ্যে আমার বিশ্বাস আছে। ৫০ হাজার মানুষের সমর্থন নিয়ে আজ ও সোমবার দেশকে আনন্দ দিতে পারব, সেই বিশ্বাস আছে।’