মেসির বিপক্ষে সেই অভিযোগ বিশ্বকাপজয়ী অধিনায়কের

মেসির ওপর এবার অসন্তুষ্ট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা। ছবি : এএফপি
মেসির ওপর এবার অসন্তুষ্ট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা। ছবি : এএফপি
>আবারও জাতীয় দলের হয়ে ভালো খেলতে না পারার অপবাদ জুটল মেসির কপালে। পুরোনো সেই অভিযোগ নতুন করে করলেন ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা

বার্সেলোনার জার্সি গায়ে মেসি ভালো খেলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে খেলে না। ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে এই ‘অপবাদ’ মেসির সঙ্গে ছায়ার মতো লেগে আছে। আর্জেন্টিনা কোনো ম্যাচ জিততে না পারলে, বা কোনো ট্রফি জিততে না পারলে অবধারিতভাবে কেউ না কেউ মেসির নামে এই দোষটা দেন। গতকাল ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ফলে যথারীতি মেসির নামে দোষ দেওয়া শুরু হয়ে গিয়েছে। এবার মেসিকে দোষ দিলেন স্বয়ং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা। যাকে ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার মানা হয়।
মেসির মান নিয়ে প্যাসারেলার কোনো সন্দেহ নেই, ‘কোনো সন্দেহ ছাড়াই সে অসাধারণ একজন খেলোয়াড়। যে কি না দলকে অনেক কিছু দিতে পারে।’
মেসির মান সম্পর্কে সন্দেহ না থাকলেও সেই মানের কতটুকু মেসি আর্জেন্টিনাকে দিচ্ছেন, সে ব্যাপারে ঠিকই সন্দেহ পোষণ করেছেন প্যাসারেলা, ‘কিন্তু এটাও সত্যি কথা, সে যখন বার্সেলোনার হয়ে খেলে তখন ওর হাবভাবই অন্যরকম থাকে। সে ওই জার্সি গায়েই ভালো খেলে।’

এর পরে প্যাসারেলা যা বলেছেন, তাতে মনে হতে পারে প্যাসারেলা মনে করেন মেসি জাতীয় দলের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে খেলেন না, ‘কখনো কখনো এ রকম হয়। আপনি একটা দলের হয়ে ভালো খেলেন, তারাও আপনাকে ভালোবাসে। কিন্তু কোনো দলের হয়ে খেলার সময় সবকিছু মনমতো না হলে ভালো খেলা যায় না। আমি জানি না বিষয়টা কি, কিন্তু আমার মনে হয় ভালো খেলার জন্য আগ্রহটা মন থেকে আসতে হয়। মন দিয়ে উপলব্ধি করতে হয়।’
গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে মেসির মুণ্ডুপাত।