আর্জেন্টিনার খেলা 'হরর মুভি'!

আর্জেন্টিনাকে চালাচ্ছে মিথ্যাবাদীরা, ম্যারাডোনার অভিমত। ছবি: এএফপি
আর্জেন্টিনাকে চালাচ্ছে মিথ্যাবাদীরা, ম্যারাডোনার অভিমত। ছবি: এএফপি
ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। স্বভাবতই ডিয়েগো ম্যারাডোনার মন খারাপ। ম্যাচ হারের পর আর্জেন্টিনাকে ধুয়ে দিলেন নিজের ভঙ্গিতেই!


আর্জেন্টিনা দলের ওপর ম্যারাডোনা সন্তুষ্ট হয়েছেন, এমন উদাহরণ খুব বেশি পাওয়া যাবে না। দুই দিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে মেসির দল। হারের পর স্বভাবতই তেতে আছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

আর্জেন্টিনার ম্যাচ দেখেছেন কি না, জানতে চাওয়া হলে ম্যারাডোনা সাফ জানিয়ে দেন, ‘ভূতের সিনেমা’ দেখার কোনো ইচ্ছাই নেই তাঁর, ‘না, আমি আর্জেন্টিনার ম্যাচ দেখিনি। আমি হরর মুভি (ভয়ের সিনেমা) দেখি না।’
ভেনেজুয়েলা এখন আর আগের মতো দুর্বল দল নেই। ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড় নিয়ে গড়া ভেনেজুয়েলা দলটা এখন বেশ শক্তিশালী। এ কথাটা জানেন ম্যারাডোনাও। তিনি নাকি আগেই বুঝেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে মেসিদের কপালে খারাপ কিছুই অপেক্ষা করছে, ‘যেসব অযোগ্য লোকজন আর্জেন্টিনাকে চালায়, তারা কি ভেবেছিল ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে দেবে? ভেনেজুয়েলা যথেষ্ট ভালো একটা দল।’

নিজে যখন খেলতেন, তখন সতীর্থ হিসেবে যাঁদের পেয়ে বিশ্বকাপ জিতেছিলেন, ম্যারাডোনা এই আর্জেন্টিনা দলে তাঁদের মতো উচ্চাভিলাষী কাউকে দেখেন না, ‘আজ রুগেরি, বাতিস্তা, পুম্পিদো, ক্যানিজিয়ার মতো খেলোয়াড় থাকলে আর্জেন্টিনার এই দশা হতো না।’
ম্যারাডোনা আরও মনে করেন, এই দলের কারওর আর্জেন্টিনার জার্সি পরার ন্যূনতম যোগ্যতাটুকুও নেই, ‘এই দলের খেলোয়াড়েরা আর্জেন্টিনার জার্সি পরার যোগ্য না। তারা জানেই না কী করতে হবে না হবে। আমার আফসোস লাগে আর্জেন্টিনার মানুষের জন্য, যারা এসব মিথ্যাবাদীদের ওপর বিশ্বাস রাখে আর মনে করে এসব খেলোয়াড় দিয়ে কাজ হবে।’

আগামী বুধবার মরক্কোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি খেলছেন না সেই ম্যাচে। দিবালা-পারেদেস-মার্টিনেজরা কি পারবেন সেই ম্যাচে ম্যারাডোনার মুখে হাসি ফোটাতে?