পাকিস্তানের 'কোচ হওয়ার যোগ্যতা নেই মিকি আর্থারের'

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: এএফপি
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: এএফপি
>অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও হেরেছে পাকিস্তান। এখন সামনে তাঁদের হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। দলের এমন বাজে সময়ে কোচ মিকি আর্থারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার

অবিশ্বাস্য হার? তা বলাই যায়। ২৭৭ রান তাড়া করতে নেমে শেষ ৯ ওভারে দরকার ছিল ৬০ রান। হাতে ৮ উইকেট, আর ব্যাট করছিলেন দুজন ‘সেট’ ব্যাটসম্যান। পাকিস্তান এখান থেকে ম্যাচটি হেরেছে ৬ রানের ব্যবধানে। এখন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হারলেই অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হবে মিকি আর্থারের শিষ্যদের। বিশ্বকাপের আগে দলের এমন বাজে পারফরম্যান্সে হতাশ সাবেকেরা। দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার তো স্বয়ং মিকি আর্থারের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে শোয়েব বলেন, ‘সত্যি বলতে, মিকি আর্থারের কোচ হওয়ার যোগ্যতাই নেই। অনেক দিন ধরেই বলে আসছি সরফরাজ আহমেদের উচিত( মিকি আর্থারের কাছ থেকে) সব নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়া। অথবা তাঁকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া। অধিনায়কত্ব এভাবেই করতে হয় এবং ইমরান খানের মতো অধিনায়কেরা এভাবেই লড়াই করেছেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে নিয়মিত কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন পাকিস্তানের নির্বাচকেরা। বিশ্বকাপে তাঁদের ফুরফুরে মেজাজে পেতেই এমন সিদ্ধান্ত। ওয়ানডে সিরিজ হারের পর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকেরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত দল নির্বাচন নীতিমালার চরম সমালোচনা করেছেন। ইমরানের উদাহরণ টেনেই শোয়েবের প্রশ্ন, ‘ইমরান থাকলে কি নির্বাচকদের হস্তক্ষেপ করতে দিতেন তাঁর দলে। ফলটা কিন্তু সবাই জানে।’

সরফরাজ, বাবর আজম, শাদাব খান, ফখর জামান, হাসান আলীদের ছাড়াই ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। নির্বাচকদের এই নীতির কড়া সমালোচনা করেন খেলোয়াড়ি জীবনে বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন এই পেসার, ‘ভাবনাটা বিশ্বকাপের প্রস্তুতি হলে সিদ্ধান্তটি চরম ভুল হয়েছে। আমরা খেলোয়াড়েরা সব সময় দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছি। আসল বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না, সমাধানও কেউ করছে না।

পিসিবি যোগ্যতাসম্পন্ন লোকের অভাব বলেও মনে করেন ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা শোয়েব। বিনা পারিশ্রমিকে পিসিবি যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি, ‘পিসিবিতে যোগ্যতাসম্পন্ন কেউ আসছে না কেন? আমার টাকা-পয়সা লাগবে না। পর্যাপ্ত আছে। নিজের ইচ্ছাতেই কাজ করতে চাই, পাকিস্তানের এমন খেলা দেখতে চাই না। এটা অগ্রহণযোগ্য।’

মিকি আর্থার ২০১৬ সালে পাকিস্তান কোচের দায়িত্ব নেন। এই প্রোটিয়ার অধীনে টেস্টে শীর্ষস্থান দখলের পাশাপাশি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে আসে পাকিস্তান। এ ছাড়া ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও পাকিস্তান জিতেছে আর্থারের অধীনে।