বাংলাদেশে আসছে না ওয়েস্ট ইন্ডিজও?

আজ সংবাদমাধ্যমের সামনে বিসিবির প্রধান নির্বাহী। ছবি: বিসিবি
আজ সংবাদমাধ্যমের সামনে বিসিবির প্রধান নির্বাহী। ছবি: বিসিবি

ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার ধাক্কা কাটিয়ে না উঠতে পারায় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আজ জানা গেল, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফরটাও অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজিল্যান্ড যুবাদের না আসার সঙ্গে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কোনো যোগ নেই। নিরাপত্তাবিষয়ক কোনো কারণে তারা আসবে না, সেটিও নয়। তবে কেন ক্যারিবীয়দের বাংলাদেশ সফর অনিশ্চিত? সোমবার দুপুরে সংবাদমাধ্যমকে সেটির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী, ‘কিছু অনিশ্চয়তা আছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না, বেশ কয়েকটি সফর নিয়েই তারা আলোচনা করছে। চূড়ান্ত হয়নি কোনোটি। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা নিরাপত্তাবিষয়ক নয়। তাদের কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে, সেটা আমাদের বলা ঠিক না।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সেই ‘অভ্যন্তরীণ’ বিষয়টা অবশ্য একরকম ‘ওপেন সিক্রেট’। তীব্র আর্থিক সংকটে পড়ায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিলের কথা ভাবছে। গত জুলাইয়ে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, তখনো তারা সিরিজ আয়োজনে নানা সীমাবদ্ধতার কথা তুলেছিল। সফরটা যেন বাতিল না হয়, বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আর্থিক সহায়তা পর্যন্ত করেছিল বলে শোনা যায়। এ নিয়ে নিজামউদ্দীন সরাসরি কিছু না বললেও তাঁর কথায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রতি বিসিবির সহমর্মিতা ফুটে উঠেছে, ‘একেক সময় একেকটা বোর্ডের খারাপ সময় আসতে পারে। অনেক বোর্ডের ক্ষেত্রেই এমন হয়েছে। এটা দিয়ে সবকিছু বিচার করা ঠিক না।’

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হলেও বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করছেন, আগামী দু-এক বছরে বাংলাদেশ ‘এ’ দলের খেলা বাড়ছে। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের কী হবে? কিউই যুবাদের সঙ্গে সিরিজটা যেহেতু স্থগিত করা হয়েছে, বাংলাদেশ যুবারা কী নিয়ে ব্যস্ত থাকবেন? নিজামউদ্দীন বললেন, ‘নিউজিল্যান্ড আসছে না। তবে আমাদের লম্বা সূচি আছে। এটা অতটা প্রভাব ফেলবে না। ইংল্যান্ডে সিরিজ আছে। এরপর নিউজিল্যান্ডে আমাদের যাওয়ার কথা আছে। আমাদের যুব বিশ্বকাপ খেলতে হবে দক্ষিণ আফ্রিকায়। হোম সিরিজের চেয়ে আমাদের কাছে বিদেশে সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা হবে না আশা করি।’